'প্রত্যহ' শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক) প্রত্যেক দিন
খ) প্রতি অহ
গ) অতি অহন
ঘ) প্রত্যেক অহ
বিস্তারিত ব্যাখ্যা:
'প্রত্যহ' একটি অব্যয়ীভাব সমাস, যার ব্যাসবাক্য 'অহঃ অহঃ' বা 'প্রতি অহ'। এখানে 'প্রতি' উপসর্গটি বিপ্সা বা পৌনঃপুনিকতা অর্থে ব্যবহৃত হয়েছে।
Related Questions
ক) নাই উৎসাহ
খ) উৎসাহের অভাব
গ) উৎসাহ নাই যার
ঘ) নঞ উৎসাহ
Note : 'নিরুৎসাহ' একটি অব্যয়ীভাব সমাস, যার ব্যাসবাক্য 'উৎসাহের অভাব'। এখানে 'নির' উপসর্গটি 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে।
ক) খাদ্যের অভাব
খ) ভিক্ষার অভাব
গ) ভীষণ খাদ্যাভাবে
ঘ) ভিক্ষুকের অভাব
Note : 'দুর্ভিক্ষ' একটি অব্যয়ীভাব সমাস। এর ব্যাসবাক্য হলো 'ভিক্ষার অভাব'। এখানে 'দুর্' উপসর্গটি 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে।
ক) মিল ও অমিল
খ) অমিলের সদৃশ
গ) মিলের অভাব
ঘ) গর ও মিল
Note : 'গরমিল' একটি অব্যয়ীভাব সমাস। এর ব্যাসবাক্য হলো 'মিলের অভাব'। এখানে 'গর' উপসর্গটি 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে।
ক) অনুকূল
খ) প্রতিকূল
গ) উপকূল
ঘ) সমকূল
Note : 'কূলের সমীপে' এই ব্যাসবাক্যের সমস্ত পদ হলো 'উপকূল', যা একটি অব্যয়ীভাব সমাস।
ক) সদৃশ অর্থে
খ) ক্ষুদ্রার্থে
গ) বৃহদার্থে
ঘ) পশ্চাৎ অর্থে
Note : 'উপগ্রহ' (গ্রহের তুল্য) এবং 'উপনদী' (নদীর সদৃশ বা ক্ষুদ্র নদী) উভয় ক্ষেত্রেই 'উপ' উপসর্গটি ক্ষুদ্র বা সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়।
ক) ক্ষুদ্র
খ) আংশিক
গ) সাদৃশ্য
ঘ) সামীপ্য
Note : 'উপজেলা'র ব্যাসবাক্য 'জেলার সদৃশ' বা 'ক্ষুদ্র জেলা'। এখানে 'উপ' উপসর্গটি ক্ষুদ্র বা সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে।
জব সলুশন