'অনেক' শব্দটি-
ক) অলুক তৎপুরুষ
খ) উপপদ তৎপুরুষ
গ) নিত্য সমাস
ঘ) নঞ তৎপুরুষ
বিস্তারিত ব্যাখ্যা:
'অনেক' (নয় এক) একটি নঞ তৎপুরুষ সমাস।
Related Questions
ক) কর্মধারয়
খ) বহুব্রীহি
গ) তৎপুরুষ
ঘ) দ্বন্দ্ব
Note : 'অধরপল্লব' (অধর পল্লবের ন্যায়) একটি উপমিত কর্মধারয় সমাস।
ক) দিগু
খ) দ্বন্দ্ব
গ) কর্মধারয়
ঘ) তৎপুরুষ
Note : 'অচেনা' (নয় চেনা) একটি নঞ তৎপুরুষ সমাস।
ক) দ্বন্দ্ব
খ) প্রাদি
গ) নিত্য
ঘ) দ্বিগু
Note : দ্বিগু সমাসের ব্যাসবাক্যে 'সমাহার' বা 'সমষ্টি' কথাটি থাকে। যেমন: তিন ফলের সমাহার = ত্রিফলা।
ক) বহুব্রীহি
খ) দ্বন্দ্ব
গ) কর্মধারয়
ঘ) তৎপুরুষ
Note : 'তেলেভাজা' (তেল দিয়ে ভাজা) একটি তৃতীয়া তৎপুরুষ সমাস।
ক) নাই সীমা যার অসীম
খ) তেলেভাজা
গ) ঘর ও বাড়ি ঘরবাড়ি
ঘ) মুখ চন্দ্রের ন্যায় - মুখচন্দ্র
Note : 'তেলেভাজা' (তেল দিয়ে ভাজা) একটি তৃতীয়া তৎপুরুষ সমাস।
ক) গায়ের হলুদ
খ) গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে
গ) গায়ে দেওয়ার হলুদ
ঘ) বিবাহের হলুদ
Note : 'গায়ে-হলুদ'-এর পূর্ণাঙ্গ ব্যাসবাক্য হলো 'গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে', যা একটি মধ্যপদলোপী বহুব্রীহি বা অলুক তৎপুরুষ সমাস।
জব সলুশন