'হা-ঘরে' কোন সমাস?
ক) দ্বন্দ্ব
খ) তৎপুরুষ
গ) বহুব্রীহি
ঘ) দ্বিগু
বিস্তারিত ব্যাখ্যা:
হা-ঘরে= ঘরের অভাব।
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার= বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
Related Questions
ক) ষষ্ঠী তৎপুরুষ
খ) অলুক তৎপুরুষ
গ) উপমান কর্মধারয়
ঘ) উপমিত কর্মধারয়
জব সলুশন