প্র, পরা, অপ

ক) বাংলা উপসর্গ
খ) সংস্কৃত উপসর্গ
গ) বিদেশি উপসর্গ
ঘ) উপসর্গ স্থানীয় অব্যয়
বিস্তারিত ব্যাখ্যা:
'প্র', 'পরা', 'অপ' ইত্যাদি মোট ২০টি উপসর্গ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে। তাই এগুলো সংস্কৃত বা তৎসম উপসর্গ।

Related Questions

ক) ভানুবন্দ্যোপাধ্যায়
খ) চণ্ডীদাস
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) ভারতচন্দ্র
Note : বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ । এর সঠিক রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ব্রজবুলি ভাষায় এই পদগুলো রচনা করেন এবং 'ভানু সিংহ' ছদ্মনাম ব্যবহার করেন।
ক) গৃহিনী
খ) গৃহিণী
গ) গৃহিনি
ঘ) গৃহিণি
Note : ণত্ব-বিধানের নিয়ম অনুযায়ী, ঋ, র, ষ-এর পরে মূর্ধন্য 'ণ' হয়। তাই 'গৃহিণী' বানানটি সঠিক।
ক) সরল বাক্য
খ) যৌগিক বাক্য
গ) মৌলিক বাক্য
ঘ) মিশ্র বাক্য
Note : এটি একটি মিশ্র বা জটিল বাক্য, কারণ এখানে 'যে-ই তার দর্শন পেলাম' নামক একটি আশ্রিত খণ্ডবাক্য এবং 'সে-ই আমরা প্রস্থান করলাম' নামক একটি প্রধান খণ্ডবাক্য রয়েছে।
ক) মৃত্যুক্ষুধা
খ) আলেয়া
গ) ঝিলিমিলি
ঘ) মধুমালা
Note : মৃত্যুক্ষুধা' (১৯৩০) কাজী নজরুল ইসলাম রচিত একটি বিখ্যাত উপন্যাস। 'আলেয়া', 'ঝিলিমিলি' ও 'মধুমালা' তার রচিত নাটক।
ক) প্রমথ চৌধুরী
খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ) যতীন্দ্রমোহন বাগচী
ঘ) মোহিতলাল মজুমদার
Note : বনফুল' ছিল প্রখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। তিনি এই নামে অসংখ্য ছোটগল্প, উপন্যাস ও নাটক রচনা করেছেন।
ক) মদনমোহন তর্কালঙ্কার
খ) রাম নারায়ণ তর্করত্ন
গ) বিহারীলাল চক্রবর্তী
ঘ) কৃষ্ণচন্দ্র মজুমদার
Note : বাংলা শিশুসাহিত্যের একটি পরিচিত পঙ্‌ক্তি । এই বিখ্যাত লাইনটি মদনমোহন তর্কালঙ্কারের 'আমার পণ' কবিতা থেকে নেওয়া হয়েছে, যা তার 'শিশুশিক্ষা' গ্রন্থের অন্তর্ভুক্ত।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন