জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সবচাইতে বেশী বৃদ্ধি পাচ্ছে-
ক) জলীয় বাষ্প
খ) ক্লোরো-ফ্লোরো কার্বন
গ) কার্বন ডাই-অক্সাইড
ঘ) মিথেন
বিস্তারিত ব্যাখ্যা:
জীবাশ্ম জ্বালানি (কয়লা, তেল, গ্যাস) পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কার্বন ডাই-অক্সাইড (CO2) গ্যাস নির্গত হয়, যা বৈশ্বিক উষ্ণায়নের জন্য প্রধানত দায়ী।
Related Questions
ক) আমিষ
খ) স্নেহ
গ) আয়োডিন
ঘ) লৌহ
Note : হিমোগ্লোবিন হলো রক্তের লোহিত রক্তকণিকায় অবস্থিত একটি লৌহ-সমৃদ্ধ প্রোটিন বা আমিষ জাতীয় পদার্থ, যা অক্সিজেন পরিবহনের কাজ করে।
ক) ৫০%
খ) ৭০%
গ) ৩০%
ঘ) ২৬%
Note :
একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে ওজনের প্রায় ৬০-৭০% পানি থাকে। প্রদত্ত অপশনগুলোর মধ্যে ৭০% সবচেয়ে কাছাকাছি ও গ্রহণযোগ্য উত্তর।
ক) মৃদুরঞ্জন রশ্মি
খ) গামা রশ্মি
গ) বিটা রশ্মি
ঘ) কসমিক রশ্মি
Note : পুরোনো মডেলের রঙিন টেলিভিশন, যা ক্যাথোড রে টিউব (CRT) ব্যবহার করত, তা থেকে সামান্য পরিমাণে মৃদু রঞ্জন রশ্মি (এক্স-রে) নির্গত হতো। প্রদত্ত উত্তরে 'গামা রশ্মি' বলা হয়েছে, যা সাধারণত অধিক শক্তিশালী তেজস্ক্রিয় উৎস থেকে নির্গত হয় এবং টেলিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ক) খনির ভিতর
খ) পাহাড়ের উপর
গ) মেরু অঞ্চলে
ঘ) বিষুব অঞ্চলে
Note : বস্তুর ওজন হলো বস্তুর ভর ও অভিকর্ষজ ত্বরণের গুণফল (W=mg)। পৃথিবীর আকৃতি পুরোপুরি গোল না হওয়ায় মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ (g) এর মান সবচেয়ে বেশি এবং বিষুব অঞ্চলে সবচেয়ে কম। তাই বস্তুর ওজন মেরু অঞ্চলে সর্বাধিক হয়।
ক) এক ধরনের হরমোন
খ) এক ধরনের এনজাইম
গ) এক ধরনের অণু
ঘ) এক ধরনের কৃত্রিম অঙ্গ
Note : ইনসুলিন হলো অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নিঃসৃত এক প্রকার হরমোন, যা রক্তে শর্করার (গ্লুকোজ) পরিমাণ নিয়ন্ত্রণ করে।
ক) রক্তের গ্রুপ
খ) রক্তের উপাদান
গ) রক্তের কণিকা
ঘ) রক্তের রস
Note : মানুষের রক্তের শ্রেণিবিন্যাসে ABO সিস্টেম অনুযায়ী A, B, AB এবং O হলো চারটি প্রধান রক্তের গ্রুপ। সুতরাং, AB দ্বারা একটি নির্দিষ্ট রক্তের গ্রুপ বোঝানো হয়।
জব সলুশন