১৯, ৩৩, ৫১, ৭৩ –। পরবর্তী সংখ্যাটি কত?

ক) 85
খ) 99
গ) 121
ঘ) 98
বিস্তারিত ব্যাখ্যা:
ধারাটির পদগুলোর মধ্যে পার্থক্যগুলো হলো: (৩৩-১৯)=১৪, (৫১-৩৩)=১৮, (৭৩-৫১)=২২। পার্থক্যগুলোর মধ্যেকার পার্থক্য ৪ (১৮-১৪=৪, ২২-১৮=৪)। সুতরাং পরবর্তী পার্থক্য হবে ২২+৪=২৬। অতএব, পরবর্তী সংখ্যাটি হবে ৭৩ + ২৬ = ৯৯।

Related Questions

ক) MIGA
খ) IBRD
গ) IDA
ঘ) IFC
Note : বিশ্বব্যাংক গ্রুপের অন্তর্ভুক্ত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (International Development Association - IDA) বিশ্বের দরিদ্রতম দেশগুলোকে নামমাত্র সুদে বা সুদবিহীন দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে। একারণে IDA-কে বিশ্বব্যাংকের 'Soft Loan Window' বলা হয়।
ক) জেমস মনরো
খ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
গ) হ্যারি এস ট্রুম্যান
ঘ) তথ্যটি সঠিক নয়
Note : ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট (FDR) যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি দুই মেয়াদের বেশি ক্ষমতায় ছিলেন। তিনি চারবার নির্বাচিত হন এবং ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ১২ বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালন করেন।
ক) জেমস মার্শ
খ) জেন ওয়াইল্ড
গ) জোসেফ জন থম্পসন
ঘ) জন ফিলিপ
Note : স্টিফেন হকিংয়ের জীবনী অবলম্বনে নির্মিত বিখ্যাত চলচ্চিত্র 'The Theory of Everything' (২০১৪) এর পরিচালক হলেন জেমস মার্শ।
ক) আলবেনিয়া
খ) মেসেডোনিয়া
গ) সার্বিয়া
ঘ) ইতালী
Note : মাদার তেরেসা ১৯১০ সালে স্কপিয়েতে জন্মগ্রহণ করেন, যা তৎকালীন অটোমান সাম্রাজ্যের অংশ ছিল এবং বর্তমানে উত্তর মেসেডোনিয়া (North Macedonia) প্রজাতন্ত্রের রাজধানী। তিনি জাতিতে ছিলেন আলবেনীয়।
ক) মিজোরাম
খ) অরুণাচল
গ) মনিপুর
ঘ) মেঘালয়
Note : ইম্ফল হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের রাজধানী।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন