ণ-ত্ব বিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?

ক) নির্নিমেষ
খ) রুগ্‌ণ
গ) পরিবহণ
ঘ) অপরাহ্ন
বিস্তারিত ব্যাখ্যা:

জিজ্ঞাসার ভিত্তিতে এখানে "অপরাহ্ন" শব্দটি অশুদ্ধ বানান হিসেবে চিহ্নিত করা হয়েছে। ণ-ত্ব বিধান অনুসারে, "অপরাহ্ন" এর সঠিক বানান হচ্ছে "অপরাহ্ণ।"

প্রথমে দেখে নেওয়া যাক:

    

নির্নিমেষ: এটি সঠিক, কারণ এর বানান ঠিক আছে।

    

রুগ্‌ণ: এটি সঠিক, কারণ এর বানানও সঠিক।

    

পরিবহণ: এই বানানটিও সঠিক।

    

অপরাহ্ন: এটি ভুল বানান, সঠিক বানান হল অপরাহ্ণ

তাহলে, বুঝতে পারা যাচ্ছে যে "অপরাহ্ন" বানানটি অষ্টমোকভাবে সঠিক নয় এবং সঠিক বানান হিসেবে "অপরাহ্ণ" ব্যবহৃত হয়।

Related Questions

ক) দেশি
খ) বিদেশি
গ) তৎসম
ঘ) খাঁটি বাংলা
Note : ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বাংলা ব্যাকরণের একটি নিয়ম যা শুধুমাত্র তৎসম বা সংস্কৃত থেকে সরাসরি আসা শব্দগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হয়। খাঁটি বাংলা, দেশি বা বিদেশি শব্দে এই নিয়ম খাটে না।
ক) অগ্রনায়ক
খ) রতন
গ) আপন
ঘ) অনুষ্ঠান
Note :

- সমাসবদ্ধ শব্দে দুই পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। 

যেমনঃ
- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি,
- দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা
- , অগ্রনায়ক ইত্যাদি।

ক) ষোড়শ
খ) ভূষণ
গ) স্পষ্ট
ঘ) বিশেষণ
Note : সন্ধির নিয়মে 'ষট্' + 'দশ' = ষোড়শ হয়, যেখানে ত-বর্গীয় ধ্বনি 'দ' ট-বর্গীয় 'ড'-তে পরিবর্তিত হয় এবং পূর্ববর্তী 'ট' ও পরবর্তী 'শ' মিলে 'ষ' হয়। এটি ষ-ত্ব বিধানের একটি উদাহরণ।
ক) ধ্বনিতত্ত্ব
খ) শব্দতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব
Note :

ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়- ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি, ধ্বনি, ধ্বনি পরিবর্তন ও লোপ প্রভৃতি ।
-শব্দতত্ত্ব বা রুপতত্ত্বের আলোচ্য বিষয়- শব্দ, লিঙ্গ, বচন, সমাস, উপসর্গ, কারক, ধাতু, পদ প্রকরণ প্রভৃতি ।
-বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয়- বাক্যের গঠন প্রণালী, বিরাম বা যতি চিহ্ন, বাগধারা প্রভৃতি । 
 

ক) পুরস্কার, পরিষ্কার
খ) অত্যধিক, আকাঙ্ক্ষা
গ) লবন, স্থানু
ঘ) ওজোন, অস্ত্রোপচার
Note :

শুদ্ধ বানান : পুরস্কার, পরিষ্কার, অত্যাধিক, আকাঙ্ক্ষা, লবণ, স্থানু

ক) বর্ণনা
খ) শাণিত
গ) বণ্টন
ঘ) কোনোটিই নয়
Note : নিত্য মূর্ধন্য-ণ মানে যেসব শব্দে স্বভাবতই 'ণ' হয়, কোনো নিয়ম ছাড়া। যেমন: কণা, বাণিজ্য, লবণ, গণনা ইত্যাদি। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে 'বর্ণনা' (রেফের পর 'ণ'), 'শাণিত' (প্রত্যয়জনিত), 'বণ্টন' (ট-বর্গের পূর্বে 'ণ') - সবগুলোই নিয়মসিদ্ধ। তাই এখানে নিত্য 'ণ'-এর উত্তর নেই।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন