বিদেশী শব্দের সাথে সর্বদাই কোনটি হয় ?

ক) ণ
খ) ন
গ) ষ
ঘ) ন্ন
বিস্তারিত ব্যাখ্যা:

বাংলা ভাষায় বিদেশী (অর্থাৎ অ-দেশীয় বা বিদেশ থেকে আগত) শব্দের সঙ্গে সর্বদাই “ন” যুক্ত হয়, “ণ” নয়।
👉 উদাহরণ:
ইংরেজি → ইংরেজ + ন → ইংরেজন (না হয়ে শুধু ইংরেজ থাকে)
স্টেশন + এ → স্টেশনে
অফিস + এর → অফিসের
তাই নিয়ম হলো —
বিদেশী শব্দের সঙ্গে সর্বদা "ন" হয়, "ণ" হয় না। ✅

Related Questions

ক) কৃষক
খ) বর্ষা
গ) কাষ্ট
ঘ) ঔষধ
Note :

কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধণ্য-ষ বসে।
যেমন:
আষাঢ় শেষ ঈষৎ মেষ
ভাষা কলুষ ভাষ্য মানুষ।
ষোড়শ কোষ পৌষ রোষ
ষট্ পুরুষ মানুষ পাষণ্ড ষণ্ড প্রত্যূষ।
আভাষ ভাষণ অভিলাষ পোষণ
ঊষর তোষণ ঊষা শোষণ।
ঔষধ বিষাণ ষড়যন্ত্র পাষাণ
বিশেষ ভূষণ সরিষা দূষণ।

ক) ম
খ) ষ
গ) শ
ঘ) কোনটিই নয়
Note :

দেশীয় শব্দে ট-বর্গীয় ধ্বনির সঙ্গে 'শ' যুক্ত হয়।
বাংলা ভাষার ব্যাকরণ অনুযায়ী, মূর্ধন্য 'ষ' ধ্বনির ব্যবহার সাধারণত তৎসম বা সংস্কৃত থেকে আগত শব্দে দেখা যায়। বিশেষত ট-বর্গীয় ধ্বনির (ট, ঠ, ড, ঢ) পূর্বে 'ষ' যুক্ত হয় তৎসম শব্দে, যেমন - কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ।
তবে, দেশীয় (খাঁটি বাংলা), তদ্ভব এবং বিদেশি শব্দের বানানে মূর্ধন্য 'ষ' ব্যবহার করা হয় না। এর পরিবর্তে 'শ' অথবা 'স' ব্যবহৃত হয়। , দেশীয় শব্দে ট-বর্গীয় ধ্বনির সঙ্গে 'শ' যুক্ত হয়।

ক) মাস্টার
খ) পোশাক
গ) জিনিস
ঘ) পোস্ট মাস্টার
Note :

পোশাক ফারসি শব্দ,  জিনিস আরবি শব্দ।

যেসব তৎসম শব্দে ‘ষ’ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে।  তৎসম শব্দের বানানে ষ এর সঠিক ব্যবহারের নিয়মই ষত্ব বিধান।

 

ষ ব্যবহারের নিয়ম :

ঋ - কারে পরে মূর্ধন্য - ষ হয়।  যেমন: ঋষি,  বৃষ,  বৃষ্টি।

অ,  আ,  বাদে অন্য স্বরবর্ণ,  ক এবং র বর্ণের পরের প্রত্যয়াদির দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয়।  যেমন: ভবিষ্যৎ,  পরিষ্কার,  মুমূর্ষ।

'অতি',  'অভি' এমন শব্দের শেষে ই - কার উপসর্গ এবং 'অনু' আর 'সু' উপসর্গের পরে কতগুলো ধাতুর দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয়।  যেমন: অতিষ্ঠ,  অনুষ্ঠান,  নিষেধ,  অভিষেক,  বিষণ্ন('ণ্ন' মূর্ধ - ণ পরে দন্ত্য - ন),  সুষম।

নিঃ,  দুঃ,  বহিঃ,  আবিঃ,  চতুঃ,  প্রাদুঃ এ শব্দগুলোর পর ক্‌,  খ্‌,  প্‌,  ফ্‌ থাকলে বিসর্গ (ঃ) এর জায়গায় মূর্ধন্য - ষ হয়।  যেমন: নিঃ   +   কাম > নিষ্কাম,  দুঃ   +   কর > দুষ্কর,  বহিঃ   +   কার > বহিষ্কার,  নিঃ   +   পাপ > নিষ্পাপ।

কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য - ষ হয়।  যেমন: আষাঢ়,  নিষ্কর,  পাষাণ,  ষোড়শ ইত্যাদি।

কতগুলো শব্দ বিশেষ নিয়মে মূর্ধন্য - ষ হয়।  যেমন: সুষুপ্তি,  বিষম,  বিষয়,  দুর্বিষহ,  যুধিষ্ঠির ইত্যাদি।

কোথায় কোথায় ষত্ব বিধান নিষেধ বা খাটে না সম্পাদনা

সাৎ প্রত্যয়ের দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয় না।  যেমন:

ভূমিসাৎ,  ধূলিসাৎ,  আকস্মাৎ।

খাঁটি বাংলা ও বিদেশী শব্দে মূর্ধন্য - ষ হয় না।  যেমন:

টেক্স,  পুলিশ,  জিনিস,  মিসর,  গ্রিস,  স্টেশন,  মুসাবিদা।

অঃ বা আঃ থাকলে তার পরে ক্‌,  খ্‌,  প্‌,  ফ্‌ সন্ধিযুক্ত হলে বিসর্গ (ঃ) এর জায়গায় দন্ত্য - স হয়।  যেমন:

পুরঃ   +   কার  =  পুরস্কার,  ভাঃ   +   কর  =  ভাস্কর,  তিরঃ   +   কার  =  তিরস্কার,  পরঃ  +   পর =  পরস্পর,  স্বতঃ   +   ফূর্ত =  স্বতঃস্ফূর্ত

অঃ বা আঃ থাকলে তার পরে ক্‌,  খ্‌,  প্‌,  ফ্‌ ছাড়াও ত থাকলেও স হতে পারে,  যেমন:

মনঃ  +   তাপ  =  মনস্তাপ,  শিরঃ   +   ত্রাণ =  শিরস্ত্রাণ

ক) ম বর্গের পরে ণ হয়
খ) ক বর্ণ এবং ম বর্ণের মাঝে ণ হয়।
গ) ক বর্ণের পূর্বেণ হয়
ঘ) স্বভাবতই ণ হয়
Note :

কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য - ণ হয়। যেমন:

চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণ
বেণু বীণা কঙ্কণ কণিকা।
কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী
ফণী অণু বিপণি গণিকা।
আপণ লাবণ্য বাণী নিপুণ ভণিতা পাণি
গৌণ কোণ ভাণ পণ শাণ।
চিক্কণ নিক্কণ তূণ কফণি (কনুই) বণিক গুণ
গণনা পিণাক পণ্য বাণ।

চাণক্য, মাণিক্য, কণা, গৌণ, নিপুণ, বাণিজ্য, লবণ, পণ্য, পুণ্য, বণিক, মণ, শোণিত, বিপণী, পণ, বীণা, বাণ, লাবণ্য, কণিকা, মণি, শাণ প্রভৃতি।

ক) বর্ণনা ,সুষমা , লবণ
খ) ব্রাহ্মণ, কষ্ট , পোষাক
গ) ঘণ্টা, দ্বেষ, ক্রন্দণ
ঘ) ভাষণ, গ্রন্থ, জিনিস
Note :

যে বিধি অনুসারে তৎসম শব্দে 'ণ' এর ব্যবহার হয় এবং অতৎসম শব্দে 'ণ' এর ব্যবহার না হয়ে 'ন' এর ব্যবহার হয় , তাকে ণ - ত্ব বিধি বা ণ - ত্ব বিধান বলে এবং তৎসম শব্দের বানানে 'ষ' এর সঠিক ব্যবহারের নিয়মই ষ - ত্ব বিধান। ণ - ত্ব বিধানের নিয়মানুযায়ী ,ত বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত 'ন' কখনো 'ণ' হয় না। যেমন - অন্ত, গ্রন্থ, ক্রন্দন। ষ - ত্ব বিধানের নিয়ম অনুসারে , খাঁটি বাংলা ও বিদেশি ভাষা থেকে আগত শব্দে 'ষ' হয় না। যেমন - দেশি ,জিনিস, পোশাক, মাস্টার। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য - ষ হয়। যেমন - আষাঢ়, ভাষা, ভাষণ, ঊষা, পাষাণ ইত্যাদি।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন