'আমার স্বপন আধো জাগরণ।' 'স্বপন' শব্দটির কারক ও বিভক্তি?
ক) করণে শূন্য
খ) অপাদানে শূন্য
গ) কর্মে শূন্য
ঘ) কোনোটিই নয়
বিস্তারিত ব্যাখ্যা:
'কী আধো জাগরণ?'—এর উত্তরে 'স্বপন'। এটি কর্মকারক। কোনো বিভক্তি না থাকায় কর্মে শূন্য।
Related Questions
ক) কর্তকারকে শূন্য বিভক্তি
খ) কর্মকারকে শূন্য বিভক্তি
গ) করণ কারকে শূন্য বিভক্তি
ঘ) অপাদানে শূন্য বিভক্তি
Note : 'কী নষ্ট হয়েছে?'—এর উত্তরে 'সম্পত্তি'। এটি কর্মকারক। কোনো বিভক্তি না থাকায় কর্মে শূন্য।
ক) অভিব্যাপক
খ) ঐকদেশিক
গ) বৈণয়িক
ঘ) কালাধিকরণ
Note :
ঐকদেশিক: বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন -
পুকুরে মাছ আছে। (পুকুরের যে কোনো একস্থানে)
বনে বাঘ আছে। (বনের যে কোনো এক অংশে)
আকাশে চাঁদ উঠেছে। (আকাশের কোনো এক অংশে)
সামীপ্য অর্থেও ঐকদেশিক অধিকরণ হয়। যেমন -
ঘাটে নৌকা বাঁধা আছে। (ঘাটের কাছে)
'দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে। (দুয়ারের কাছে)
রাজার দুয়ারে হাতি বাঁধা।
ক) করণে সপ্তমী
খ) কর্মে সপ্তমী
গ) অধিকরণে পঞ্চমী
ঘ) সম্প্রদানে সপ্তমী
Note : 'কাকে দাও?'—এর উত্তরে 'দাসকে'। স্বত্ব ত্যাগ করে দান করা বোঝালে সম্প্রদান কারক হয়। 'এ' বিভক্তি যুক্ত হওয়ায় সম্প্রদানে সপ্তমী।
ক) কর্মে দ্বিতীয়া
খ) করণে সপ্তমী
গ) সম্প্রদানে চতুর্থী
ঘ) অপাদানে দ্বিতীয়া
Note : 'কীসের দ্বারা আনন্দ হয়?'—এর উত্তরে 'জ্ঞানের দ্বারা'। এখানে জ্ঞান উপায় বা করণ। 'এ' বিভক্তি যুক্ত হওয়ায় এটি করণে সপ্তমী।
ক) কর্তা
খ) কর্ম
গ) অধিকরণ
ঘ) করণ
Note : 'কে স্কুলে যায়?'—এর উত্তরে 'ছেলেটি'। বাক্যের ক্রিয়া যে সম্পাদন করে, সে কর্তা। তাই 'ছেলেটি' কর্তৃকারক।
ক) কর্তায় প্রথমা
খ) কর্তায় সপ্তমী
গ) কর্তায় চতুর্থী
ঘ) কর্তায় তৃতীয়া
Note : 'কী পড়ে?'—এর উত্তরে 'জল'। 'কী নড়ে?'—এর উত্তরে 'পাতা'। উভয়ই ক্রিয়া সম্পাদন করছে, তাই তারা কর্তা। কোনো বিভক্তি চিহ্ন না থাকায় এটি কর্তৃকারকে প্রথমা।
জব সলুশন