কোন বানানটি শুদ্ধ?

ক) পিপিলিকা
খ) পিপীলিকা
গ) পীপিলিকা
ঘ) পিপিলীকা
বিস্তারিত ব্যাখ্যা:
পিপীলিকা' বানানটি শুদ্ধ।

Related Questions

ক) অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার
খ) সাবধানপূর্বক চলবে
গ) সে আরোগ্য লাভ করেছে
ঘ) আমি সন্তোষ হলাম
Note :

'সে আরোগ্য লাভ করেছে' - বাক্যটি শুন্ধ।

অন্নভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার,

সাবধানপূর্বক চলবে,

আমি সন্তোষ হলাম।

উক্ত বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।

ক) দারিদ্র্যতা
খ) উপযোগিতা
গ) রুগণ
ঘ) কাহিনি
Note :

শুদ্ধ হবে - দারিদ্র্য, দরিদ্রতা, দরিদ্র।

ক) বিদ্যান ব্যক্তিরা দারিদ্রতার শিকার হন
খ) বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন
গ) বিদ্যান ব্যক্তিরা দারিদ্র্যতার শিকার হন
ঘ) বিদ্বান ব্যক্তিরা দারিদ্রের স্বীকার হন
Note :

সঠিক বাক্য: বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন।

বাক্যটি সঠিক কারণ, বাক্যটিতে সাধু রীতি ও চলিত রীতি বা তৎসম ও বাংলা শব্দের মিশ্রণ নেই অর্থাৎ গুরুচণ্ডালী দোষ মুক্ত। আবার, বাক্যে সঠিক বিশেষ্য পদ "দরিদ্রতা" ব্যবহার করা হয়েছে।

ক) স্বতঃস্ফূর্ত
খ) স্বতোস্ফূর্ত
গ) সত্বোস্ফূর্ত
ঘ) সত্বোঃস্ফূর্ত
Note : স্বতঃস্ফূর্ত' বানানটি শুদ্ধ।
ক) জঞ্জাট
খ) জঞাট
গ) ঝঞ্ঝাট
ঘ) ঝঞ্জাট
Note : ঝঞ্ঝাট' বানানটি শুদ্ধ।
ক) নুনতম
খ) ন্যুনতম
গ) ন্যূনতম
ঘ) নূন্যতম
Note :

সঠিক বানান - ন্যূনতম। এর অর্থ - অত্যল্প, অল্পিষ্ঠ, ক্ষুদ্রতম, সামান্যতম।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন