‘জনবিরল’ শব্দের বিপরীত শব্দ হলো-

ক) জনাকীর্ণ
খ) জনহীন
গ) নির্জন
ঘ) জনশূন্য
বিস্তারিত ব্যাখ্যা:
জনবিরল' শব্দের অর্থ যেখানে লোকের সমাগম কম। এর ঠিক বিপরীত অর্থ হলো 'জনাকীর্ণ', অর্থাৎ যেখানে লোকে লোকারণ্য বা অনেক মানুষের ভিড়। 'জনহীন', 'নির্জন', 'জনশূন্য' মূলত 'জনবিরল'-এর সমার্থক।

Related Questions

ক) অন্ধকার
খ) দয়িত
গ) বনিতা
ঘ) জায়া
Note : ভার্যা' শব্দের অর্থ হলো স্ত্রী বা পত্নী। 'দয়িত' শব্দের অর্থ হলো স্বামী বা পতি। তাই 'ভার্যা'র বিপরীত শব্দ 'দয়িত'। 'বনিতা' ও 'জায়া' হলো 'ভার্যা'র সমার্থক শব্দ।
ক) নয়ন
খ) লোচন
গ) সলিল
ঘ) অক্ষি
Note : নয়ন', 'লোচন', এবং 'অক্ষি'—এই তিনটিই চোখের প্রতিশব্দ। কিন্তু 'সলিল' শব্দের অর্থ হলো জল বা পানি। সুতরাং, 'সলিল' চোখের প্রতিশব্দ নয়।
ক) ভ্রমর
খ) পত্র
গ) ফল
ঘ) পুষ্প
Note : প্রসূন' একটি তৎসম শব্দ, যার অর্থ ফুল বা পুষ্প। কুসুম, সুমন, ফুল ইত্যাদিও এর প্রতিশব্দ।
ক) সোম
খ) হিমাংশু
গ) সবিতা
ঘ) দ্বিজরাজ
Note : সোম', 'হিমাংশু', এবং 'দ্বিজরাজ' (ব্রাহ্মণ ও পাখির পাশাপাশি চাঁদেরও প্রতিশব্দ) সবগুলোই চাঁদের প্রতিশব্দ। কিন্তু 'সবিতা' শব্দের অর্থ হলো সূর্য। তাই 'সবিতা' চাঁদের প্রতিশব্দ নয়।
ক) বস্ত্র
খ) শুক্ল
গ) শীত
ঘ) অদবধকার
Note : সিত' একটি তৎসম শব্দ, যার অর্থ সাদা বা শুভ্র। 'শুক্ল' শব্দের অর্থও সাদা বা শুভ্র। তাই 'শুক্ল' হলো 'সিত' শব্দের সমার্থক। অন্যদিকে 'অসিত' শব্দের অর্থ কালো।
ক) বামচোখ
খ) ডান
গ) ইতর
ঘ) বাম দিক
Note : বামেতর' শব্দটি সন্ধির মাধ্যমে গঠিত (বাম + ইতর)। এর আক্ষরিক অর্থ হলো 'বাম ভিন্ন অন্য কিছু'। বামের বিপরীত হলো ডান। সুতরাং, 'বামেতর' শব্দের অর্থ হলো 'ডান'।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন