'মহারাজাধিরাজ' পদবী কারা গ্রহণ করেন?
ক) আকবর,হুমায়ুন ও জাহাঙ্গীর
খ) ইলিয়াস শাহ, তুগলক ও জালালউদ্দিন
গ) ধর্মপাল ও গোপাল
ঘ) গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব
বিস্তারিত ব্যাখ্যা:
৬ষ্ঠ শতকে বঙ্গ রাজ্যে গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব নামে তিনজন রাজা রাজত্ব করতেন এবং তাঁরা 'মহারাজাধিরাজ' উপাধি ধারণ করতেন, যা তাঁদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রমাণ করে।
Related Questions
ক) বাংলাদেশ
খ) বঙ্গ
গ) বাংলা
ঘ) বাঙ্গালা
Note : প্রাচীনকালে এই ভূখণ্ডটি মূলত 'বঙ্গ' নামে পরিচিত ছিল। 'বাংলা' বা 'বাঙ্গালা' নামগুলো পরবর্তীকালে, বিশেষ করে মুসলিম শাসনামলে জনপ্রিয় হয়।
ক) ষষ্ঠ
খ) দশম
গ) অষ্টম
ঘ) একাদশ
Note : গুপ্ত শাসনের অবসানের পর কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে পড়লে ৬ষ্ঠ শতকে বাংলায় বঙ্গ ও গৌড় নামে দুটি প্রধান স্বাধীন রাজ্যের জন্ম হয়।
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
Note : গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ৬ষ্ঠ শতকে বাংলায় দুটি প্রধান স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে - একটি হলো দক্ষিণ-পূর্ব বাংলায় 'বঙ্গ' এবং অন্যটি পশ্চিমবঙ্গে 'গৌড়'।
ক) কৃষিবিদ
খ) অর্থনীতিবিদ
গ) প্রজা
ঘ) রাজা
Note : চাণক্য ছিলেন একাধারে একজন প্রखर কূটনীতিবিদ, যিনি চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসাতে সাহায্য করেন এবং একজন শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী, যার প্রমাণ তাঁর 'অর্থশাস্ত্র' গ্রন্থ। তাই B ও C উভয়ই সঠিক।
ক) চন্দ্রগুপ্ত মৌর্য
খ) প্রথম চন্দ্রগুপ্ত
গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ঘ) সমুদ্রগুপ্ত
Note : কূটনীতিবিদ ও অর্থশাস্ত্রবিদ চাণক্য (কৌটিল্য) মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা ছিলেন।
ক) নেপালে
খ) ভারতে
গ) পাকিস্তানে
ঘ) চীনে
Note : তক্ষশিলা ছিল একটি প্রাচীন নগরী এবং জ্ঞানচর্চার বিখ্যাত কেন্দ্র। এর ধ্বংসাবশেষ বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে, রাওয়ালপিন্ডির কাছে অবস্থিত।
জব সলুশন