Anita is a good girl'বাক্যে 'girl' শব্দটি-

ক) Proper noun
খ) Common noun
গ) Collective noun
ঘ) Material noun
বিস্তারিত ব্যাখ্যা:
এই বাক্যে 'girl' (মেয়ে) শব্দটি কোনো নির্দিষ্ট মেয়েকে বোঝাচ্ছে না, বরং মেয়ে নামক সাধারণ জাতিকে নির্দেশ করছে। তাই এটি একটি Common Noun (জাতিবাচক বিশেষ্য)। 'Anita' শব্দটি হলো Proper Noun।

Related Questions

ক) Material
খ) Collective
গ) Proper
ঘ) Common
Note : 'River' (নদী) শব্দটি দ্বারা কোনো নির্দিষ্ট নদীকে না বুঝিয়ে যেকোনো নদীকে অর্থাৎ একটি সাধারণ শ্রেণিকে বোঝানো হয়। তাই এটি একটি Common Noun (জাতিবাচক বিশেষ্য)। পদ্মা, মেঘনা ইত্যাদি হলো Proper Noun।
ক) Proper
খ) Common
গ) Collective
ঘ) Material
Note : 'Dhaka' (ঢাকা) একটি নির্দিষ্ট শহরের নাম। যে Noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা প্রতিষ্ঠানের নাম বোঝানো হয়, তাকে Proper Noun (নামবাচক বিশেষ্য) বলে।
ক) Common noun
খ) Noun of multitudes
গ) Collective noun
ঘ) Material Noun
Note : যখন কোনো Collective Noun (যেমন 'jury')-এর সদস্যরা ভিন্ন ভিন্নভাবে কাজ করে বা তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়, তখন তাকে Noun of Multitude বলা হয় এবং এর পরে Plural Verb (যেমন 'are') বসে। এখানে 'jury'র সদস্যরা বিভক্ত, তাই এটি Noun of Multitude।
ক) best
খ) honesty
গ) policy
ঘ) the
Note : Abstract Noun হলো এমন বিশেষ্য যা কোনো গুণ, ধারণা বা অবস্থাকে বোঝায়। এই বাক্যে, 'Honesty' (সততা) একটি গুণ এবং 'Policy' (নীতি) একটি ধারণা, দুটোই Abstract Noun। তবে সাধারণত এই ধরনের প্রশ্নে মূল বিষয়বস্তু ('Honesty')-কেই প্রধান উত্তর হিসেবে ধরা হয়।
ক) short
খ) shorten
গ) shorter
ঘ) shorteness
Note : Short' (খাটো) একটি Adjective। এর Noun রূপ হলো 'shortness' (খর্বতা)। অপশন 'D'-তে 'shorteness' দেওয়া আছে যা একটি ভুল বানান। সঠিক উত্তর 'shortness' হওয়া উচিত ছিলো। অপশনগুলোর মধ্যে 'shorteness' বানানের ভুলের কারণে সবচেয়ে কাছাকাছি উত্তর।
ক) Common
খ) Abstract
গ) Material
ঘ) Collective
Note : 'Infancy' (শৈশব) জীবনের একটি অবস্থাকে বোঝায়। যে Noun দ্বারা কোনো গুণ, কাজ বা অবস্থার নাম বোঝায়, তাকে Abstract Noun (গুণবাচক বিশেষ্য) বলে। এটিকে স্পর্শ বা দেখা যায় না।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন