What is the verb form of 'popular'?

ক) Popularity
খ) Population
গ) Popularize
ঘ) Populate
বিস্তারিত ব্যাখ্যা:
'Popular' একটি Adjective, যার অর্থ 'জনপ্রিয়'। এর Verb form হলো 'Popularize', যার অর্থ কোনো কিছুকে জনপ্রিয় করে তোলা। 'Popularity' হলো Noun (জনপ্রিয়তা), 'Population' হলো Noun (জনসংখ্যা) এবং 'Populate' হলো Verb (জনবসতি স্থাপন করা)।

Related Questions

ক) Necessarity
খ) Necessitate
গ) Necessary
ঘ) Necessities
Note : 'Necessity' একটি Noun, যার অর্থ 'প্রয়োজনীয়তা'। এর Verb form হলো 'Necessitate', যার অর্থ কোনো কিছুকে প্রয়োজনীয় করে তোলা বা আবশ্যক করা। 'Necessary' হলো Adjective (প্রয়োজনীয়) এবং 'Necessities' হলো 'Necessity'-এর plural noun রূপ।
ক) Errand
খ) Errant
গ) Err
ঘ) Erratie
Note : Error' (Noun) শব্দটির Verb রূপ জানতে চেয়েছে। 'Error' অর্থ 'ভুল'। ভুল করার কাজটিকে ইংরেজিতে 'Err' (verb) বলা হয়। যেমন: 'To err is human'। অন্য অপশনগুলো হলো: Errand (noun - ছোট কাজ), Errant (adjective - ভ্রান্ত), Erratic (adjective - খামখেয়ালী)।
ক) shopped
খ) have been shopping
গ) had shopped
ঘ) none
Note : বাক্যটি বোঝাচ্ছে যে একটি কাজ অতীতে শুরু হয়ে এতক্ষণ ধরে চলছিল এবং তার ফল এখনও বর্তমান (টাকা নেই)। এই ধরনের পরিস্থিতি বোঝাতে Present Perfect Continuous Tense (sub + have/has been + verb-ing) ব্যবহৃত হয়। তাই 'have been shopping' সঠিক উত্তর।
ক) make up
খ) make out
গ) make for
ঘ) make of
Note : এখানে সঠিক Phrasal Verb হলো 'make out', যার অর্থ 'বুঝতে পারা' বা 'to understand/decipher'। বাক্যটির অর্থ দাঁড়ায়: 'আমি তোমার কথা বুঝতে পারছি না'। অন্য অপশনগুলো এখানে অর্থবহ নয়। 'make up' অর্থ সাজানো বা উদ্ভাবন করা, 'make for' অর্থ কোনো দিকে যাওয়া, এবং 'make of' অর্থ মতামত গঠন করা।
ক) Number
খ) Numbering
গ) Enumerate
ঘ) Numerical
Note : প্রশ্নটি 'Number' শব্দটির Verb রূপ জানতে চেয়েছে। 'Number' শব্দটি Noun (সংখ্যা) এবং Verb (সংখ্যা দ্বারা চিহ্নিত করা বা গণনা করা) উভয় হিসেবেই ব্যবহৃত হয়। যেমন: 'Please number the pages'। তাই সঠিক উত্তর 'Number' নিজেই। 'Enumerate'-ও একটি সমার্থক Verb, কিন্তু 'Number'-এর সরাসরি Verb রূপ হলো 'Number'।
ক) Adjective
খ) Adverb
গ) Verb
ঘ) Conjunction
Note : awarded' শব্দটি কর্তা বা Subject ('The judges')-এর কাজকে নির্দেশ করছে। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, তাকে Verb বা ক্রিয়া বলে। সুতরাং, 'awarded' এখানে একটি Verb।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন