'যিনি নৌকা চালান' এক কথায় প্রকাশ কি?
ক) তাঁতি
খ) জেলে
গ) মাঝি
ঘ) রাখাল
বিস্তারিত ব্যাখ্যা:
যিনি নৌকা চালান, তাঁকে 'মাঝি' বলা হয়। তাঁতি কাপড় বোনেন, জেলে মাছ ধরেন এবং রাখাল পশু চরায়।
Related Questions
ক) শাক দিয়ে মাছ ঢাকা যায় না
খ) চোরে না শোনে ধর্মের কাহিনি
গ) ধর্মের কল বাতাসে নড়ে
ঘ) লাভের গুড় পিঁপড়েয় খায়
ক) কোনো বিষয়ে না জেনে পাণ্ডিত্য প্রকাশ করা
খ) স্বভাব পণ্ডিত
গ) ডিগ্রিবিহীন পণ্ডিত
ঘ) মহাজ্ঞানী
ক) দুর্নিবার
খ) অনিবার্য
গ) অনির্বাণ
ঘ) অবিসংবাদিত
Note : যা নিবারণ করা যায় না তা হলো 'অনিবার্য'। 'দুর্নিবার' অর্থ যা কষ্টে নিবারণ করা যায়। 'অনির্বাণ' অর্থ যা নেভে না। 'অবিসংবাদিত' অর্থ যা নিয়ে কোনো বিতর্ক নেই।
ক) দ্বীপ্যমান
খ) দীপ্তমান
গ) দীপ্যমান
ঘ) দেদীপ্যমান
Note : দীপ্' ধাতুর সাথে শানচ্ প্রত্যয় যুক্ত হয়ে 'দীপ্যমান' শব্দটি গঠিত হয়, যার অর্থ 'দীপ্তি পাচ্ছে এমন'। 'দীপ্তমান' বা 'দেদীপ্যমান' কাছাকাছি অর্থ বহন করলেও সঠিক গঠন হলো 'দীপ্যমান'।
ক) বাকরণবিদ
খ) বৈয়াকরণ
গ) ব্যাকরণিক
ঘ) বৈয়াকরণিক
Note : যিনি ব্যাকরণ জানেন বা লেখেন, তাঁকে এক কথায় 'বৈয়াকরণ' বলা হয়। 'ব্যাকরণ' শব্দের সাথে 'ষ্ণ' প্রত্যয় যুক্ত হয়ে 'বৈয়াকরণ' শব্দটি গঠিত হয়েছে। অন্য বানানগুলো ভুল।
ক) অউক্ত
খ) অব্যক্ত
গ) অনুক্ত
ঘ) অব্যক্ত
Note : 'উক্ত' শব্দের অর্থ যা বলা হয়েছে। এর বিপরীতার্থক শব্দ হিসেবে 'নঞ্' উপসর্গ যোগে 'অনুক্ত' শব্দটি গঠিত হয়, যার অর্থ 'যা বলা হয়নি'। 'অব্যক্ত' অর্থ যা প্রকাশ করা হয়নি, যা কিছুটা ভিন্ন অর্থ বহন করে।
জব সলুশন