নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) ব্যাকুল
খ) ব্যাকুল
গ) ব্যকুল
ঘ) ব্যকূল
বিস্তারিত ব্যাখ্যা:
ব্যাকুল' বানানটি শুদ্ধ। এটি 'বি+আকুল' সন্ধিযোগে গঠিত। য-ফলার পর আ-কার এবং ক-এর পর উ-কার হবে।

Related Questions

ক) বিভিষীকা
খ) দুরাবস্থা
গ) মুহুর্মুহু
ঘ) ধস
Note : এখানে শুদ্ধ বানানটি হলো 'মুহুর্মুহু'। এর অর্থ বারবার। 'বিভীষিকা' (ভ-এর পর ঈ-কার), 'দুরবস্থা' (দ-এর পর উ-কার), এবং 'ধস' (তালব্য শ নয়, দন্ত্য স) হলো সঠিক বানান।
ক) সূর্য উদয় হয়েছে
খ) তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি
গ) যুক্তি খণ্ডক হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
ঘ) বিধি লঙ্ঘন হয়েছে
Note : 'সূর্য উদয় হয়েছে' বাক্যটি সম্পূর্ণ শুদ্ধ। 'সৌজন্য' নিজেই বিশেষ্য, তাই 'সৌজন্যতায়' ভুল; শুদ্ধ হলো 'তার সৌজন্যে'। 'যুক্তি খণ্ডন হয়েছে' হবে। 'বিধি লঙ্ঘিত হয়েছে' হবে।
ক) ডাষ্টবিন
খ) দারিদতা
গ) দূষণীয়
ঘ) দুর্ণয়
Note : দূষণীয়' বানানটি শুদ্ধ। 'ডাস্টবিন' (Dustbin) সঠিক, 'ডাষ্টবিন' নয়। 'দারিদ্র্য' বা 'দীনতা' শুদ্ধ, 'দারিদ্রতা' ভুল। 'দুর্নয়' সঠিক, 'দুর্ণয়' নয়।
ক) অসমীচীন
খ) অসমিচিন
গ) অসমীচিন
ঘ) অসমিচীন
Note : সমীচীন' শব্দের বিপরীত শব্দ হিসেবে 'অ' উপসর্গ যুক্ত হয়ে 'অসমীচীন' শব্দটি গঠিত হয়। 'সমীচীন' বানানের মতোই এখানে 'ম' এবং 'চ' উভয়ের সাথে ঈ-কার (ী) হবে।
ক) উপচার্য
খ) উপাধ্যক্ষ
গ) উপাদান
ঘ) উপার্জন
Note : উপাচার্য' হলো সঠিক বানান (উপ+আচার্য)। প্রশ্নে থাকা 'উপচার্য' বানানটি ভুল। অন্য বানানগুলো (উপাধ্যক্ষ, উপাদান, উপার্জন) শুদ্ধ।
ক) আমার বড় দূরাবস্থা
খ) আমার বড় দূরবস্থা
গ) আমার বড় দুরবস্থা
ঘ) আমার বড় দুরাবস্থা
Note : দুরবস্থা' শব্দটি 'দুঃ+অবস্থা' সন্ধিযোগে গঠিত। বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী এটি 'দুরবস্থা' হয় (দু+র্+অবস্থা)। তাই 'আমার বড় দুরবস্থা' বাক্যটি শুদ্ধ।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন