চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
ক) কৃষ্ণদাস কবিরাজ
খ) জয়ানন্দ
গ) বৃন্দাবন দাস
ঘ) কবি কর্ণপুর পরমানন্দ সেন
বিস্তারিত ব্যাখ্যা:
শ্রীচৈতন্যদেবের জীবন ও দর্শন অবলম্বনে রচিত জীবনীকাব্যগুলোর মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত 'শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত' সবচেয়ে তথ্যবহুল, তত্ত্বনিষ্ঠ ও পাণ্ডিত্যপূর্ণ বলে এটিকে সর্বশ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়।
Related Questions
ক) সিকান্দার আবু জাফর
খ) আবদুল্লাহ আবু সায়ীদ
গ) রফিক আজাদ
ঘ) আব্দুল মান্নান সৈয়দ
Note : 'কণ্ঠস্বর' ষাটের দশকের একটি অত্যন্ত প্রভাবশালী সাহিত্য পত্রিকা। এর সম্পাদক ছিলেন প্রখ্যাত লেখক, অধ্যাপক এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ।
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
গ) সৈয়দ শামসুল হক
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Note : 'চাঁদের অমাবস্যা' (১৯৬৪) একটি মনস্তাত্ত্বিক উপন্যাস, যার রচয়িতা প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ। এটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত হয়।
ক) আলালের ঘরের দুলাল
খ) সীতারাম
গ) চঞ্চলা
ঘ) কুহেলিকা
Note : বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে খ্যাত 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮)-এর রচয়িতা হলেন প্যারীচাঁদ মিত্র। তিনি 'টেকচাঁদ ঠাকুর' ছদ্মনামে এটি রচনা করেন।
ক) আহসান হাবীব
খ) আনিস চৌধুরী
গ) সুনীর গঙ্গোপাধ্যায়
ঘ) শহীদুল্লা কায়সার
Note : 'সারেং বৌ' (১৯৬২) একটি বিখ্যাত সামাজিক-রাজনৈতিক উপন্যাস। এর রচয়িতা হলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক শহীদুল্লা কায়সার।
ক) শহীদুল জহির
খ) আহমদ ছফা
গ) মাহমুদুল হক
ঘ) সেলিনা হোসেন
Note : 'কালো বরফ' (১৯৯২) বাংলাদেশের কথাসাহিত্যিক মাহমুদুল হক রচিত একটি বিখ্যাত উপন্যাস। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে 'জীবন আমার বোন'।
ক) কাব্য
খ) প্রবন্ধ
গ) নাটক
ঘ) উপন্যাস
Note : 'অন্যজীবন' (১৯৭৬) একটি বিখ্যাত উপন্যাস। এটি বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হান কর্তৃক রচিত।
জব সলুশন