নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?

ক) মাহেনও
খ) সওগাত
গ) ধূমকেতু
ঘ) কালিকলম
বিস্তারিত ব্যাখ্যা:

কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ১৯২২ সালে "ধূমকেতু" ১৯২০ সালে দৈনিক "নবযুগ" কাজী নজরুল ইসলাম ও মুজফফর আহমদের যৌথ সম্পাদনায়, কাজী নজরুলের একক সম্পাদনায় ১৯৪১ সালে "দৈনিক নবযুগ " এবং ১৯২৫ সালে প্রধান পরিচালক হিসেবে কাজী নজরুল ইসলামের "লাঙল" পত্রিকা প্রকাশিত হয়।

Related Questions

ক) ধূসর পান্ডুলিপি
খ) কবিতার কথা
গ) ঝরা পালকের কবি
ঘ) দুর্দিনের যাত্রী
ক) কাজী নজরুল ইসলাম
খ) ফররুখ আহমদ
গ) আব্দুল কাদির
ঘ) বন্দে আলী মিয়া
Note :

'সাত সাগরের মাঝি' কবি ফররুখ আহমদের লেখা প্রথম কাব্যগ্রন্থ।

সাত সাগরের মাঝি কবি ফররুখ আহমদের একটি কাব্যগ্রন্থ। এতে স্থান পাওয়া একটি কবিতার নামও সাত সাগরের মাঝি। ১৯৪৪ সালের ডিসেম্বর মাসে বইটি প্রকাশিত হয়।

এই বইয়ের ১৯টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাঞ্জেরী, সিন্দবাদ, আকাশ - নাবিক, ডাহুক, এই সব রাত্রি ইত্যাদি। বইটি উৎসর্গ করা হয় কবি আল্লামা ইকবালের প্রতি। বইটিতে পুনর্জাগরণের বাণী উচ্চারিত হয়েছে।

ক) অগ্নিসাক্ষী
খ) চিলেকোঠার সেপাই
গ) আরেক ফাল্গুন
ঘ) অনেক সূর্যের আশা
Note :

কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান (১৯৩৫ - ১৯৭২) ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ভাষা আন্দোলনের ওপর তার রচিত উপন্যাস 'আরেক ফাল্গুন (১৯৬৮)’ এবং আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস 'চিলেকোঠার সেপাই (১৯৭৮)’ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।

ক) শঙ্খনীল কারাগার
খ) কাঁটাতারে প্রজাপতি
গ) জাহান্নাম হইতে বিদায়
ঘ) আর্তনাদ
Note :

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উল্লেখযোগ্য উপন্যাস 'নন্দিত নরকে' 'শঙ্খনীল কারাগার' 'আগুনের পরশমণি' 'জোছনা ও জননীর গল্প '। এর মধ্যে 'আগুনের পরশমণি' তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জাহান্নাম হইতে বিদায়" (১৯৭১) ,'নেকড়ে অরণ্য' (১৯৭৩) , 'দুই সৈনিক' (১৯৭৩) এবং জলাংগী' (১৯৮৬) ।

ক) বনী আদম
খ) জননী
গ) চৌরসন্ধি
ঘ) ক্রীতদাসেরহাসি
Note :

শওকত ওসমান আদমজী পুরস্কার লাভ করেন "ক্রীতদাসের হাসি" উপন্যাসের জন্য। ১৯৬২ সালে তিনি এ উপন্যাস রচনা করেন। ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন পাকিস্তানকে বর্বর স্বৈরশাসনের যাঁতাকলে আবদ্ধ করেছিল। এসময় সব ধরনের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। এই কারণে শওকত লেখার মাধ্যমে প্রতিবাদ জানান এবং এই উপন্যাস রচনা করেন।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন