'যুগসন্ধিক্ষণের কবি' কাকে বলা হয়?
ক) ঈশ্বরজন্দ্র বিদ্যাসাগর
খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ) বিহারীলাল চক্রবর্তী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
বিস্তারিত ব্যাখ্যা:
ঈশ্বরচন্দ্র গুপ্তকে 'যুগসন্ধিক্ষণের কবি' বলা হয় কারণ তার কবিতার মধ্য দিয়ে মধ্যযুগের কাব্যধারার অবসান এবং আধুনিক যুগের কাব্যধারার সূচনা ঘটেছিল।
Related Questions
ক) কৃষ্ণকান্ত
খ) নীল লোহিত
গ) কমলাকান্ত
ঘ) কবি কঙ্কন
Note : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'কমলাকান্ত' ছদ্মনামে 'কমলাকান্তের দপ্তর' নামক বিখ্যাত রসাত্মক ও ব্যঙ্গধর্মী প্রবন্ধ গ্রন্থটি রচনা করেন।
ক) প্যারিচাদ মিত্র
খ) মধুসূদন দত্ত
গ) মধুসূদন মজুমদার
ঘ) বিহারীলাল চক্রবর্তী
Note : দৃষ্টিহীন' ছিল উনিশ শতকের কবি ও নাট্যকার মধুসূদন মজুমদারের ছদ্মনাম। তার রচিত 'বসন্তকুমারী' নাটকটি বেশ পরিচিত।
ক) পোস্টমাস্টার
খ) খোকাবাবুর প্রত্যাবর্তন
গ) ছুটি
ঘ) নষ্টনীড়
Note : নষ্টনীড়' ছোটগল্পটি এর দীর্ঘ কলেবর চরিত্রায়ণ ও মনস্তাত্ত্বিক গভীরতার কারণে প্রায় উপন্যাসের বৈশিষ্ট্য ধারণ করেছে। একে 'উপন্যাসিকা' বা 'নভেলা' বলা হয়।
ক) হুমায়ূন আহমেদ
খ) শহীদুল জহির
গ) সোমেন চন্দ
ঘ) হাসান আজিজুল হক
Note : ইঁদুর' সোমেন চন্দের লেখা একটি বিখ্যাত ছোটগল্প। ফ্যাসিবাদবিরোধী এই লেখক মাত্র ২১ বছর বয়সে নিহত হন।
ক) হৈমন্তী
খ) বিলাসী
গ) কোবরানী
ঘ) মহেশ
Note : রবীন্দ্রনাথ ঠাকুরের 'হৈমন্তী' ছোটগল্পের মূল উপজীব্য হলো যৌতুক প্রথা এবং এর কারণে এক নববধূর করুণ পরিণতি। গল্পের প্রধান চরিত্র হৈমন্তীর জীবন যৌতুকের দাবি ও শ্বশুরবাড়ির নির্যাতনে বিষিয়ে ওঠে।
ক) বুদ্ধদেব বসু
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) মীর মশাররফ হোসেন
ঘ) সৈয়দ শামসুল হক
Note : চন্দরা' রবীন্দ্রনাথ ঠাকুরের 'শাস্তি' নামক ছোটগল্পের কেন্দ্রীয় চরিত্র। এই চরিত্রটির মাধ্যমে তিনি তৎকালীন বিচারব্যবস্থা ও নারী নির্যাতনকে তুলে ধরেছেন।
জব সলুশন