'আশায় বসতি' কোন কবির রচনা?
ক) ফররুখ আহমেদ
খ) আহসান হাবীব
গ) আবুল হোসেন
ঘ) সৈয়দ আলী আহসান
বিস্তারিত ব্যাখ্যা:
আশায় বসতি' কবি আহসান হাবীবের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে 'রাত্রিশেষ' 'ছায়াহরিণ' ইত্যাদি।
Related Questions
ক) ঈশ্বর গুপ্ত
খ) আবদুল হাকিম
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
Note : বঙ্গভাষা' কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। এটি তার 'চতুর্দশপদী কবিতাবলী' গ্রন্থের একটি উল্লেখযোগ্য সনেট যেখানে তিনি মাতৃভাষার প্রতি অবহেলার জন্য অনুশোচনা করেছেন।
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) আলাওল
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Note : পূজারিণী' কাজী নজরুল ইসলামের 'দোলন-চাঁপা' কাব্যগ্রন্থের অন্তর্গত একটি বিখ্যাত কবিতা। এটি প্রেম ও আত্মনিবেদনের এক অনবদ্য প্রকাশ।
ক) বীর নীল
খ) দুয়ারে
গ) সুগ্লিব
ঘ) দাশরথী
Note : মেঘনাদবধ কাব্যে' লঙ্কার পশ্চিম দ্বারের রক্ষক হিসেবে নিযুক্ত ছিল রাক্ষস বীর 'নীল'। এটি কাব্যের একটি বিস্তারিত তথ্য।
ক) ইলিয়াড
খ) ওডিসি
গ) ইনিট
ঘ) ইডিপাস
Note : প্রাচীন গ্রিক কবি হোমারের লেখা দুটি মহাকাব্যের মধ্যে 'ইলিয়াড' অন্যতম। এটি ট্রয়ের যুদ্ধ নিয়ে রচিত। তার অন্য মহাকাব্যটি হলো 'ওডিসি'।
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) ডি.এল. রায়
গ) অতুল প্রসাদ
ঘ) আবুল লতিফ
Note : এই জনপ্রিয় গানটির রচয়িতা হলেন প্রখ্যাত নাট্যকার ও সংগীতস্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায় বা ডি.এল. রায়। এটি তার 'শাজাহান' নাটকের অন্তর্গত।
ক) রংপুর
খ) দিনাজপুর
গ) গাজীপুর
ঘ) রাজশাহী
Note : গম্ভীরা' মূলত একপ্রকার উৎসব ও পালাগান যা বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে সর্বাধিক প্রচলিত।
জব সলুশন