The price of rice are ___.
The price of rice is rising.
= চাউলের দাম বেড়েই চলেছে।
প্রদত্ত বাক্যটি সঠিক। কারণ এটি দ্বারা চলমান কোন কাজ বুঝাচ্ছে, তাই এটি present continuous tense.
Rule:
subject + মূল verb + auxillary verb এর সাথে ing + Extension.
Related Questions
Get along with একটি phrasal verb, যার অর্থ good relationship with someone. আবার Deal with বা handle অর্থেও get along with ব্যবহার হয়ে থাকে। যেমন - How are you getting along with the training course. To good relationship না থাকলে তার সাথে নিজেকে খাপ খাওয়ানো যায় না। To accompany অর্থ কারো সঙ্গী/সহগামী হওয়া । To interest বলতে কোনো কিছুতে আগ্রহ, অনুরাগ,আকর্ষণ, আসক্তি,স্পৃহা ইত্যাদি বোঝায়। To walk অর্থ হাঁটা ,চলাফেরা করা ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর ক।
short=সংক্ষিপ্ত(adj)
shorten=ছোট করা(verb)
প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে Light - কে related করা হয়েছে dark এর সাথে। Light ও dark - এর মধ্যে বিপরীতার্থক সম্পর্ক বিরাজমান । Light Adjective হিসেবে ব্যবহার হলে বিপরীতার্থক শব্দ dark. Light অর্থ আলোক বিশিষ্ট, উজ্জ্বল, dark অর্থ আঁধারে ,অন্ধকার , তিমির ইত্যাদি। এই সাদৃশ্য বিচারে cold - এর বিপরীতার্থক শব্দ hot। কারণ cold ও hot দুটোই adjective . সুতরাং সঠিক উত্তর ক।
Prefer to একটি Prepositional verb - এর অর্থ অধিকতর পছন্দ করা , শ্রেয় মনে করা ইত্যাদি। উপর্যুক্ত বাক্যটির অর্থ হলো অনেকে বস্ত্র সামগ্রীর চেয়ে টাকা দান করাকে অধিকতর পছন্দ বা শ্রেয় মনে করে। সুতরাং এক্ষেত্রে, 'prefer' verb - এর সাথে preposition 'to' বসবে। অর্থাৎ সঠিক উত্তর গ।
Preposition 'for' সাধারণত word বা phrases - এর পূর্বে বসে ' peroid of time' বা নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহার হয়ে থাকে। যেমন - For three months । এটি simple present tense ছাড়া অন্য যে কোনো tense - এর সাথে ব্যবহার হতে পারে। অন্যদিকে 'since ' preposition টি ' Point of time' নির্দেশ করে এমন word বা phrase - এর পূর্বে বসে। যেমন since monday। এটি সাধারণ present perfect tense - এর ক্ষেত্রে ব্যবহার হয়। তবে past perfect tense - এর ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয় । সুতরাং সঠিক উত্তর for বা ঘ।
জব সলুশন