' একাত্তরের চিঠি' কোন জাতীয় রচনা?

ক) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
খ) মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
গ) ভিন্নধর্মী ডায়েরী
ঘ) মুক্তিযুদ্ধের বিবরন
বিস্তারিত ব্যাখ্যা:

‘একাত্তরের চিঠি’ হলো মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। এটি সংকলন করেছে গ্রামীনফোন ও প্রথম আলো যৌথভাবে।

Related Questions

ক) আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
খ) আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
গ) যোগ্যতা , উদ্দেশ্য ও বিধেয়
ঘ) কোনটিই নয়
Note :

ভাষার বিচারে বাক্যের ৩ টি গুণ থাকা আবশ্যক - ১. আকাঙ্ক্ষা , ২. আসত্তি ও ৩. যোগ্যতা । বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তা - ই আকাঙক্ষা । বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। আর বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা ।

ক) জন + ইক
খ) জন + এক
গ) জনৈ +এক
ঘ) জন + ঈক
Note :

জনৈক” শব্দটির সন্ধি বিচ্ছেদ - - জন + এক ।

স্বরসন্ধির নিয়মানুসারে অ - কার কিংবা আ - কারের পর এ - কার থাকলে উভয়ে মিলে ঐ - কার হয়; ঐ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় । অর্থাৎ: অ + এ = ঐ ( জন + এক = জনৈক) ।

ক) বঙ্গদর্শন
খ) কল্লোল
গ) সবুজপত্র
ঘ) কালিকলম
Note :

প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' বাংলা সাময়িক পত্র হিসেবে প্রথম প্রকাশিত হয় ১৯১৪ সালে। প্রমথ চৌধুরী বীরবলী রীতি নামে যে কথ্য ভাষারীতির সাহিত্য প্রচলন করে যুগান্তর এনেছিলেন তা প্রচারের মাধ্যম ছিল এই 'সবুজপত্র'।
 

ক) বিদ্রোহী
খ) প্রলয়োল্লাস
গ) ধূমকেতু
ঘ) অগ্রপথিক
ক) মজাম্মেল হক
খ) এয়াকুব আলী চৌধুরী
গ) মুনিরুজ্জামান ইসলামাবাদি
ঘ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ক) চট্টগ্রামের জোব্রা
খ) বার্মার আরাকান
গ) ফতেহাবাদ পরগনা
ঘ) ফরিদপুরের সুরেশ্বর

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন