Which is the second largest country in the world by area আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ-
ক) Russia
খ) USA
গ) China
ঘ) Canada
বিস্তারিত ব্যাখ্যা:
রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ। এর পরেই প্রায় ৯.৯৮ মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তন নিয়ে কানাডার অবস্থান। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। তাই সঠিক উত্তর কানাডা।
Related Questions
ক) চীন
খ) কানাডা
গ) যুক্তরাষ্ট্র
ঘ) রাশিয়া
Note : ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়। এর মধ্যে বৃহত্তম অংশটি হলো রাশিয়া ফেডারেশন, যা সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকারী রাষ্ট্র হিসেবে বিশ্বের বৃহত্তম দেশের মর্যাদা লাভ করে। সুতরাং, সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরেও রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ।
ক) জাপান
খ) রাশিয়া
গ) ব্রাজিল
ঘ) ইউক্রেন
Note : রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ, যার মোট আয়তন প্রায় ১৭.১ মিলিয়ন বর্গ কিলোমিটার। এটি পূর্ব ইউরোপ থেকে উত্তর এশিয়া পর্যন্ত বিস্তৃত। অন্যান্য বিকল্পগুলোর মধ্যে ব্রাজিল পঞ্চম এবং জাপান ও ইউক্রেন অনেক ছোট দেশ। তাই সঠিক উত্তর হলো রাশিয়া।
ক) অক্সিজেন কম
খ) ঠাণ্ডা বেশি
গ) বায়ুর চাপ বেশি
ঘ) বায়ুর চাপ কম
ক) ৭৫ ডিবি
খ) ৯০ ডিবি
গ) ১০৫ ডিবি
ঘ) ১২০ ডিবি
জব সলুশন