কোনটি রাজধানী শহর নয়
ক) উলানবাটোর
খ) বৈরুত
গ) আবুজা
ঘ) লিয়ন
বিস্তারিত ব্যাখ্যা:
উলানবাটোর (মঙ্গোলিয়া), বৈরুত (লেবানন) এবং আবুজা (নাইজেরিয়া) নিজ নিজ দেশের রাজধানী। অন্যদিকে, লিয়ন (Lyon) ফ্রান্সের একটি অন্যতম প্রধান শহর, কিন্তু ফ্রান্সের রাজধানী হলো প্যারিস।
Related Questions
ক) সাইপ্রাস-নিকোশিয়া
খ) চেকোশ্লোভাকিয়া - প্রাগ
গ) সৌদি আরব-জেদ্দা
ঘ) স্পেন- মাদ্রিদ
Note : সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ, জেদ্দা নয়। জেদ্দা দেশটির একটি প্রধান বন্দর ও বাণিজ্যিক শহর। অন্য জোড়াগুলো সঠিক সাইপ্রাসের রাজধানী নিকোশিয়া, চেকোশ্লোভাকিয়ার (বর্তমানে চেক প্রজাতন্ত্রের) রাজধানী প্রাগ এবং স্পেনের রাজধানী মাদ্রিদ।
ক) লেবানন
খ) সিঙ্গাপুর
গ) ভুটান
ঘ) মালদ্বীপ
Note : সিঙ্গাপুর একটি নগর-রাষ্ট্র, যেখানে দেশটির নাম এবং রাজধানীর নাম একই—সিঙ্গাপুর। লেবাননের রাজধানী বৈরুত, ভুটানের থিম্পু এবং মালদ্বীপের মালে।
ক) তাইওয়ান
খ) উগান্ডা
গ) জিবুতি
ঘ) কোস্টারিকা
Note : জিবুতি (Djibouti) দেশটির রাজধানীর নামও জিবুতি সিটি। অন্যান্য বিকল্পে তাইওয়ানের রাজধানী তাইপে, উগান্ডার রাজধানী কাম্পালা এবং কোস্টারিকার রাজধানী সান হোসে।
ক) সান্টিয়াগো
খ) লাপাজ
গ) আসুনসিওন
ঘ) বোগোটা
Note : বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ (La Paz) সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৬৫0 মিটার (১১,৯৭৫ ফুট) উচ্চতায় অবস্থিত, যা এটিকে বিশ্বের উচ্চতম রাজধানী করে তুলেছে। বলিভিয়ার সাংবিধানিক রাজধানী সুক্রে হলেও, সরকারের মূল কেন্দ্র লা পাজেই অবস্থিত।
ক) কথিম্পু
খ) কাঠমান্ডু
গ) ভ্যাটিকান সিটি
ঘ) কলম্বো
Note : ভ্যাটিকান সিটি নিজেই একটি নগর-রাষ্ট্র (city-state) এবং বিশ্বের ক্ষুদ্রতম দেশ। তাই এর কোনো পৃথক রাজধানী নেই; সম্পূর্ণ রাষ্ট্রটিকেই রাজধানী হিসেবে ধরা হয়। আয়তনে এটিই বিশ্বের ক্ষুদ্রতম। অন্য বিকল্পগুলো (থিম্পু, কাঠমান্ডু, কলম্বো) অনেক বড় দেশের রাজধানী।
ক) Washington
খ) Hong Kong
গ) Riyadh
ঘ) None
Note : Washington (D.C.) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী, Riyadh হলো সৌদি আরবের রাজধানী এবং Hong Kong চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। এদের কোনোটিই স্বাধীন দেশ নয়। তাই সঠিক উত্তর 'None'।
জব সলুশন