Suva is the capital of -

ক) Kenya
খ) Fiji
গ) Zambia
ঘ) Sao Paulo
বিস্তারিত ব্যাখ্যা:
সুভা (Suva) হলো ফিজির রাজধানী এবং বৃহত্তম শহর। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র। কেনিয়া ও জাম্বিয়া আফ্রিকার দেশ এবং সাও পাওলো ব্রাজিলের একটি শহর।

Related Questions

ক) সামোয়া
খ) নাউরু
গ) ফিজি
ঘ) লাওস
Note : মেলানেশিয়া ('কালো দ্বীপপুঞ্জ') ওশেনিয়ার একটি উপ-অঞ্চল। ফিজি, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। সামোয়া পলিনেশিয়ায়, নাউরু মাইক্রোনেশিয়ায় এবং লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত।
ক) আমস্টারডাম
খ) অকল্যান্ড
গ) ওয়েলিংটন
ঘ) ম্যানিলা
Note : নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। যদিও অকল্যান্ড দেশটির বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর, তবে রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র হলো ওয়েলিংটন।
ক) ইংল্যান্ড
খ) কানাডা
গ) যুক্তরাষ্ট্র
ঘ) অস্ট্রেলিয়া
Note : কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি অঙ্গরাজ্য। এটি আয়তনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং জনসংখ্যায় তৃতীয় বৃহত্তম রাজ্য। এর রাজধানী ব্রিসবেন।
ক) অস্ট্রেলিয়া
খ) ইন্দোনেশিয়া
গ) ইরাক
ঘ) সৌদি আরব
Note : অস্ট্রেলিয়া মহাদেশটি সম্পূর্ণরূপে দক্ষিণ গোলার্ধে (Southern Hemisphere) অবস্থিত। ইরাক ও সৌদি আরব সম্পূর্ণরূপে উত্তর গোলার্ধের দেশ। ইন্দোনেশিয়া নিরক্ষরেখার উপরে ও নিচে উভয় গোলার্ধেই বিস্তৃত, তবে এর বেশিরভাগ অংশই উত্তর গোলার্ধে।
ক) সিডনি
খ) মেলবোর্ন
গ) ক্যানবেরা
ঘ) পার্থ
Note : অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা। সিডনি ও মেলবোর্নের মতো বড় ও বিখ্যাত শহর থাকা সত্ত্বেও, এই দুই শহরের প্রতিদ্বন্দ্বিতা এড়াতে একটি পরিকল্পিত শহর হিসেবে ক্যানবেরাকে রাজধানী করা হয়।
ক) ফিজি
খ) ভানুয়াতু
গ) মালদ্বীপ
ঘ) পালাউ
Note : ফিজি, ভানুয়াতু এবং পালাউ—এই তিনটি দেশই প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং ওশেনিয়া মহাদেশের অংশ। অন্যদিকে, মালদ্বীপ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যা ভারত মহাসাগরে অবস্থিত।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন