দেরাদুন কোন দেশে অবস্থিত?
ক) মিয়ানমার
খ) ভারত
গ) আফগানিস্তান
ঘ) থাইল্যান্ড
বিস্তারিত ব্যাখ্যা:
দেরাদুন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি মনোরম শহর এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও শিক্ষা কেন্দ্র। তাই দেরাদুন ভারতে অবস্থিত।
Related Questions
ক) Norway
খ) Australia
গ) Chile
ঘ) New Zealand
Note : পৃথিবীর সর্ব-দক্ষিণের শহরটি হলো চিলির পুয়ের্তো উইলিয়ামস (Puerto Williams)। এটি আর্জেন্টিনার উশুয়াইয়ার চেয়েও দক্ষিণে অবস্থিত এবং এটিকে পৃথিবীর দক্ষিণতম শহর হিসেবে গণ্য করা হয়। এটি টিয়েরা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জে অবস্থিত।
ক) এশিয়া
খ) আফ্রিকা
গ) উত্তর আমেরিকা
ঘ) অস্ট্রেলিয়া
Note : ভৌগোলিকভাবে ইউরোপ মহাদেশের দক্ষিণে জিব্রাল্টার প্রণালী এবং ভূমধ্যসাগর অবস্থিত। এই ভূমধ্যসাগরের অপর পাশেই আফ্রিকা মহাদেশের অবস্থান। সুতরাং, ইউরোপের দক্ষিণে আফ্রিকা মহাদেশ অবস্থিত।
ক) ইন্দোচীন
খ) চেলিউস্কিনের অগ্রভাগ
গ) বেবা অন্তরীপ
ঘ) আইসল্যান্ড
Note : এশিয়ার মূল ভূখণ্ডের সর্ব-উত্তরের বিন্দুটি হলো রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত চেলিউস্কিন অন্তরীপ (Cape Chelyuskin)। এটি তাইমির উপদ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত।
ক) কারাকোরাম
খ) পিরেনিজ
গ) অ্যাটলাস
ঘ) ইউরাল
Note : ইউরাল পর্বতমালা (Ural Mountains) প্রাকৃতিকভাবে এশিয়া এবং ইউরোপ মহাদেশকে বিভক্ত করেছে। এই পর্বতমালাটি উত্তর থেকে দক্ষিণে রাশিয়ার ভেতর দিয়ে বিস্তৃত। কারাকোরাম এশিয়ায়, পিরেনিজ ফ্রান্স ও স্পেনের মাঝে এবং অ্যাটলাস আফ্রিকায় অবস্থিত।
ক) Argentina
খ) Peru
গ) Brazil
ঘ) Cuba
Note : আয়তনের দিক থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ হলো ব্রাজিল। এর আয়তন প্রায় ৮.৫ মিলিয়ন বর্গ কিলোমিটার, যা মহাদেশের প্রায় অর্ধেক। আর্জেন্টিনা দ্বিতীয় বৃহত্তম। কিউবা উত্তর আমেরিকার দেশ।
ক) সিচেলিস
খ) বতসোয়ানা
গ) তিউনিসিয়া
ঘ) বেনিন
Note : সেশেলস (Seychelles) ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এবং এটি আয়তনের দিক থেকে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ। এর আয়তন মাত্র ৪৫৯ বর্গ কিলোমিটার। এটি ১১৫টি দ্বীপ নিয়ে গঠিত।
জব সলুশন