দুশানবে কোন দেশের রাজধানী?

ক) উজবেকিস্তান
খ) কিরগিজস্তান
গ) কাজাকিস্তান
ঘ) তাজিকিস্তান
বিস্তারিত ব্যাখ্যা:
দুশানবে (Dushanbe) হলো মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের রাজধানী এবং বৃহত্তম শহর। এটি দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র।

Related Questions

ক) Astana
খ) Dushanbe
গ) Bishkek
ঘ) Tashkent
Note : কাজাখস্তানের রাজধানী হলো আস্তানা (Astana)। ২০১৯ সালে এর নাম পরিবর্তন করে 'নুর-সুলতান' রাখা হয়েছিল, কিন্তু ২০২২ সালে পুনরায় 'আস্তানা' নামটি ফিরিয়ে আনা হয়। দুশানবে তাজিকিস্তানের, বিশকেক কিরগিজস্তানের এবং তাসখন্দ উজবেকিস্তানের রাজধানী।
ক) তাজিকিস্তান
খ) কাজাকিস্তান
গ) উজবেকিস্তান
ঘ) কিরগিজস্তান
Note : মধ্য এশিয়ার পাঁচটি দেশের ('স্তান' রাষ্ট্র) মধ্যে আয়তনের দিক থেকে বৃহত্তম হলো কাজাখস্তান। এর আয়তন প্রায় ২.৭ মিলিয়ন বর্গ কিলোমিটার, যা এটিকে বিশ্বের নবম বৃহত্তম দেশ বানিয়েছে।
ক) বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বাংশে
খ) আরব সাগরের দক্ষিণ-পূর্বাংশে
গ) ভূ-মধ্যসাগরের উপকূলে
ঘ) পারস্য উপসাগরে
Note : লাক্ষাদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং মালদ্বীপ একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। উভয়ই ভারতের দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে অবস্থিত। এদের ভৌগোলিক অবস্থান আরব সাগরের দক্ষিণ-পূর্ব অংশে।
ক) শিলিগুড়ি করিডোর
খ) দুই জার্মানির সংযোগস্থল
গ) তিনবিঘা করিডোর
ঘ) কোলিল করিডোর
Note : 'চিকেন নেক' বা 'মুরগির ঘাড়' হলো শিলিগুড়ি করিডোরের একটি উপনাম। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাকি ভারতের সাথে সংযুক্ত করেছে। এর কৌশলগত গুরুত্ব অনেক বেশি।
ক) পশ্চিম বাংলা
খ) ত্রিপুরা
গ) মিজোরাম
ঘ) মেঘালয়
Note : আগরতলা হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী। এটি বাংলাদেশের আখাউড়া সীমান্তের খুব কাছে অবস্থিত। এটি ত্রিপুরার বৃহত্তম শহর এবং বাণিজ্যিক কেন্দ্র।
ক) মেঘালয়
খ) ত্রিপুরা
গ) মণিপুর
ঘ) মিজোরাম
Note : ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মণিপুরের সাথে বাংলাদেশের কোনো সরাসরি সীমান্ত নেই। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে মণিপুর সঠিক উত্তর।

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড - ফোরম্যান (কারিগরী) (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিজিএফআই) - সহকারী পরিচালক (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন