Qatar is located in -
ক) Western Asia
খ) South Asia
গ) East Asia
ঘ) Northern Asia
বিস্তারিত ব্যাখ্যা:
কাতার আরব উপদ্বীপের একটি ছোট দেশ এবং এটি ভৌগোলিকভাবে পশ্চিম এশিয়া (Western Asia) বা মধ্যপ্রাচ্যে অবস্থিত। এটি পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত।
Related Questions
ক) ইস্তানবুল
খ) আঙ্কারা
গ) কসবা
ঘ) ইরজুরাম
Note : তুরস্কের রাজধানী হলো আঙ্কারা। যদিও ইস্তানবুল দেশের বৃহত্তম শহর, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র এবং প্রাক্তন রাজধানী, তবে ১৯২৩ সালে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর আঙ্কারাকে নতুন রাজধানী করা হয়।
ক) জেদ্দা
খ) মক্কা
গ) মদীনা
ঘ) রিয়াদ
Note : সৌদি আরবের রাজধানী এবং বৃহত্তম শহর হলো রিয়াদ। এটি দেশের রাজনৈতিক, প্রশাসনিক এবং আর্থিক কেন্দ্র। জেদ্দা একটি প্রধান বন্দর নগরী এবং মক্কা ও মদিনা ইসলামের দুটি পবিত্রতম শহর।
ক) Hyderabad
খ) Bhubaneswar
গ) Amravati
ঘ) Kochi
Note : তেলেঙ্গানা রাজ্য গঠিত হওয়ার পর হায়দ্রাবাদ তেলেঙ্গানার রাজধানী হয়। অন্ধ্রপ্রদেশ তার নতুন রাজধানী হিসেবে অমরাবতী (Amravati) শহরকে গড়ে তোলার পরিকল্পনা করে। তাই অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতী।
ক) Jharkhand
খ) Telangana
গ) Chhattisgarh
ঘ) Karnataka
Note : তেলেঙ্গানা হলো ভারতের নবগঠিত বা কনিষ্ঠতম রাজ্য। এটি ২ জুন, ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক হয়ে গঠিত হয়েছিল। ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় ২০০০ সালে গঠিত হয়েছিল।
ক) তামিলনাডু
খ) অন্ধ্র প্রদেশ
গ) কর্ণাটক
ঘ) উড়িষ্যা
Note : তেলেঙ্গানা ভারতের ২৯তম (বর্তমানে ২৮টি রাজ্যের মধ্যে একটি) রাজ্য হিসেবে ২ জুন, ২০১৪ সালে গঠিত হয়। এটি পূর্বে অন্ধ্রপ্রদেশ রাজ্যের অংশ ছিল। হায়দ্রাবাদ বর্তমানে তেলেঙ্গানার রাজধানী।
ক) ২৫ টি
খ) ২৭ টি
গ) ২৮ টি
ঘ) ২৯ টি
Note : ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা রদ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর, ভারতে বর্তমানে মোট অঙ্গরাজ্যের সংখ্যা ২৮টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ৮টি।
জব সলুশন