কোনটি ভূবেষ্টিত (landlocked) রাষ্ট্র

ক) ইরান
খ) ইরাক
গ) আফগানিস্তান
ঘ) শ্রীলংঙ্কা
বিস্তারিত ব্যাখ্যা:
ভূবেষ্টিত বা স্থলবেষ্টিত রাষ্ট্র হলো যার কোনো সমুদ্রবন্দর নেই। আফগানিস্তান সম্পূর্ণরূপে স্থল দ্বারা পরিবেষ্টিত। ইরান ও ইরাকের পারস্য উপসাগরে উপকূল রয়েছে এবং শ্রীলঙ্কা একটি দ্বীপরাষ্ট্র হওয়ায় চারদিকেই সমুদ্র।

Related Questions

ক) লাওস
খ) ভিয়েতনাম
গ) কম্বোডিয়া
ঘ) থাইল্যান্ড
Note : একটি স্থলবেষ্টিত দেশ (Landlocked country) হলো যার কোনো সমুদ্র উপকূল নেই। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে লাওস সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত।
ক) Israel
খ) Libya
গ) Saudi Arabia
ঘ) Lebanon
Note : ইসরায়েল, সৌদি আরব এবং লেবানন পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) দেশ। লিবিয়া উত্তর আফ্রিকার একটি দেশ। সুতরাং, লিবিয়া এশিয়া মহাদেশে অবস্থিত নয়।
ক) ইথিওপিয়া
খ) জাপান
গ) বেলজিয়াম
ঘ) আর্জেন্টিনা
Note : জাপান পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। ইথিওপিয়া আফ্রিকায়, বেলজিয়াম ইউরোপে এবং আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। সুতরাং, জাপান এশিয়া মহাদেশের একটি দেশ।
ক) উত্তর পশ্চিম
খ) পশ্চিম
গ) উত্তর পূর্ব
ঘ) দক্ষিণ পূর্ব
Note : আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত। তবে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে 'পশ্চিম' (West) সবচেয়ে কাছাকাছি এবং গ্রহণযোগ্য উত্তর, কারণ এটি এশিয়ার পশ্চিম অংশে (West Asia) অবস্থিত।
ক) মরুভূমি
খ) আরব উপদ্বীপ
গ) আদি নগরী
ঘ) আরব সাগর
Note : যদিও 'জাজিরা' শব্দের আক্ষরিক অর্থ দ্বীপ, প্রায়োগিক অর্থে 'জাজিরাতুল আরব' বলতে আরব উপদ্বীপকে (Arabian Peninsula) বোঝানো হয়। কারণ প্রাচীন আরবরা তাদের ভূখণ্ডকে পারস্য ও লোহিত সাগরের মধ্যে একটি দ্বীপের মতো মনে করত। তাই 'আরব উপদ্বীপ' সঠিক প্রায়োগিক অর্থ।
ক) আরবদের উপদ্বীপ
খ) আরবদের মাতৃভূমি
গ) আরবদের দ্বীপ
ঘ) মরুভূমি
Note : আরবি ভাষায় 'জাজিরা' শব্দের অর্থ 'দ্বীপ'। তাই 'জাজিরাতুল আরব' এর আক্ষরিক অর্থ হলো 'আরবদের দ্বীপ'। ঐতিহাসিকভাবে আরবরা তাদের ভূখণ্ডকে এভাবেই উল্লেখ করত, যদিও ভৌগোলিকভাবে এটি একটি উপদ্বীপ।

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড - ফোরম্যান (কারিগরী) (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিজিএফআই) - সহকারী পরিচালক (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন