পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?
ক) ক্যারিবিয়ান সাগর
খ) ভারত মহাসাগর
গ) ভূমধ্যসাগর
ঘ) আরব সাগর
বিস্তারিত ব্যাখ্যা:
পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ (West Indies) মূলত ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত। এই অঞ্চলের প্রাণকেন্দ্র হলো ক্যারিবিয়ান সাগর, যা দ্বীপগুলোকে ঘিরে রেখেছে।
Related Questions
ক) অস্ট্রেলিয়া
খ) গ্রিনল্যান্ড
গ) নিউজিল্যান্ড
ঘ) সুমাত্রা
Note : গ্রিনল্যান্ড হলো বিশ্বের বৃহত্তম দ্বীপ। অস্ট্রেলিয়াকে দ্বীপ হিসেবে গণ্য করা হয় না, কারণ এটি একটি মহাদেশীয় ভূখণ্ড (continental landmass)। নিউজিল্যান্ড ও সুমাত্রা বড় দ্বীপ হলেও গ্রিনল্যান্ডের চেয়ে অনেক ছোট।
ক) প্রশান্ত মহাসাগরে
খ) আটলান্টিক মহাসাগরে
গ) এন্টাটিকা মহাসাগরে
ঘ) আর্কটিক মহাসাগরে
Note : গ্রিনল্যান্ড দ্বীপটি মূলত উত্তর আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক মহাসাগরের (সুমেরু মহাসাগর) মধ্যে অবস্থিত। এর দক্ষিণ, পূর্ব ও পশ্চিম উপকূল আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত। তাই আটলান্টিক মহাসাগর একটি সঠিক উত্তর।
ক) ফিনল্যান্ড
খ) গ্রিনল্যান্ড
গ) নেদারল্যান্ড
ঘ) সেকল্যান্ড
Note : গ্রিনল্যান্ডের ৮০%-এর বেশি অংশ বরফের বিশাল আস্তরণে (ice sheet) ঢাকা, যা বছরজুড়ে বিদ্যমান থাকে। এর কারণ হলো এর অবস্থান আর্কটিক বা সুমেরু অঞ্চলে, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। অন্য দেশগুলোতে এমন পরিস্থিতি নেই।
ক) সুইডেন
খ) নেদারল্যান্ড
গ) ডেনমার্ক
ঘ) ইংল্যান্ড
Note : গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ এবং এটি ডেনমার্ক রাজ্যের (Kingdom of Denmark) অধীন একটি স্বায়ত্তশাসিত দেশ। এর প্রতিরক্ষা এবং বৈদেশিক বিষয়াবলী ডেনমার্ক পরিচালনা করে, তাই এর সার্বভৌম মালিকানা ডেনমার্কের।
ক) মালদ্বীপ
খ) গ্রিস
গ) নেপাল
ঘ) ভেনিজুয়েলা
Note : সমুদ্র বন্দর না থাকার অর্থ হলো দেশটি স্থলবেষ্টিত। নেপাল দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ, যা ভারত ও চীন দ্বারা বেষ্টিত। মালদ্বীপ একটি দ্বীপরাষ্ট্র, এবং গ্রিস ও ভেনিজুয়েলার দীর্ঘ উপকূলরেখা ও একাধিক বন্দর রয়েছে।
ক) কম্বোডিয়া
খ) মঙ্গোলিয়া
গ) তানঞ্জানিয়া
ঘ) সোমালিয়া
Note : সমুদ্র উপকূল নেই এমন দেশ হলো স্থলবেষ্টিত দেশ। মঙ্গোলিয়া পূর্ব এশিয়ার একটি বিশাল স্থলবেষ্টিত দেশ, যা রাশিয়া এবং চীন দ্বারা পরিবেষ্টিত। কম্বোডিয়া, তানজানিয়া এবং সোমালিয়ার সমুদ্র উপকূল রয়েছে।
জব সলুশন