Which one is a Central American country?
ক) Venezuela
খ) Mexico
গ) Peru
ঘ) Belize
বিস্তারিত ব্যাখ্যা:
বেলিজ (Belize) মধ্য আমেরিকায় অবস্থিত। ভেনেজুয়েলা ও পেরু দক্ষিণ আমেরিকার দেশ। মেক্সিকো উত্তর আমেরিকার দেশ, যদিও এর কিছু অংশকে সাংস্কৃতিকভাবে মধ্য আমেরিকার সাথে যুক্ত করা হয়।
Related Questions
ক) প্রশান্ত মহাসাগর
খ) আটলান্টিক মহাসাগর
গ) ভারত মহাসাগর
ঘ) কোনটিই নয়
Note : কানাডার পশ্চিম সীমান্তে প্রশান্ত মহাসাগর (Pacific Ocean) অবস্থিত। এর পূর্বে আটলান্টিক মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর অবস্থিত।
ক) ম্যানিটোবা
খ) ক্যালগ্যারি
গ) টরেন্টো
ঘ) অটোয়া
Note : কানাডার রাজধানী হলো অটোয়া (Ottawa)। টরন্টো কানাডার বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্র, কিন্তু এটি রাজধানী নয়। ক্যালগ্যারি একটি প্রধান শহর এবং ম্যানিটোবা একটি প্রদেশ।
ক) বাসেটেরে
খ) ব্রিজটাউন
গ) নাসাউ
ঘ) বেলসোপান
Note : বার্বাডোস ক্যারিবীয় অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র এবং এর রাজধানী হলো ব্রিজটাউন (Bridgetown)। বাসেটেরে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের এবং নাসাউ বাহামার রাজধানী।
ক) নিকোবর দ্বীপপুঞ্জ
খ) মাদাগাস্কার দ্বীপপুঞ্জ
গ) বাহামা দ্বীপপুঞ্জ
ঘ) ফিজি দ্বীপপুঞ্জ
Note : নাসাউ হলো আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ রাষ্ট্র বাহামার (The Bahamas) রাজধানী ও বৃহত্তম শহর।
ক) প্রশান্ত মহাসাগর
খ) আটলান্টিক মহাসাগর
গ) ভূমধ্যসাগর
ঘ) উত্তর সাগর
Note : কিউবা মূলত ক্যারিবিয়ান সাগর, মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত। যেহেতু ক্যারিবিয়ান সাগর আটলান্টিক মহাসাগরেরই একটি অংশ, তাই আটলান্টিক মহাসাগর একটি সঠিক ও ব্যাপক উত্তর।
ক) হাভানা
খ) ভিয়েনা
গ) পিকিং
ঘ) পিয়ংইয়ং
Note : কিউবা একটি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র এবং এর রাজধানীর নাম হাভানা (Havana)। ভিয়েনা অস্ট্রিয়ার, পিকিং (বেইজিং) চীনের এবং পিয়ংইয়ং উত্তর কোরিয়ার রাজধানী।
জব সলুশন