Scandinavian countries are-
ক) Finland, Denmark, Iceland, Sweden & Norway
খ) England, France & Germany
গ) Australia & New Zealand
ঘ) USA & Canada
বিস্তারিত ব্যাখ্যা:
ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়েকে সম্মিলিতভাবে স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক অঞ্চলের দেশ বলা হয়। অন্য অপশনগুলোর দেশগুলো ভিন্ন ভিন্ন মহাদেশ বা অঞ্চলের অন্তর্গত।
Related Questions
ক) Afghanistan
খ) Lesotho
গ) Jamaica
ঘ) Mongolia
Note : জ্যামাইকা (Jamaica) ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপরাষ্ট্র, তাই এটি সম্পূর্ণরূপে জল দ্বারা বেষ্টিত এবং স্থলবেষ্টিত নয়। আফগানিস্তান, লেসোথো এবং মঙ্গোলিয়া—এই তিনটি দেশই স্থলবেষ্টিত।
ক) ভারত ও পাকিস্তান
খ) আমেরিকা ও কানাডা
গ) আমেরিকা ও মেক্সিকো
ঘ) দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
Note : প্রশ্নটি বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক স্থল সীমান্ত সম্পর্কে। মার্কিন যুক্তরাষ্ট্র (আমেরিকা) এবং কানাডার মধ্যকার সীমান্তটি হলো পৃথিবীর দীর্ঘতম আন্তর্জাতিক স্থল সীমান্ত, যার দৈর্ঘ্য প্রায় ৮,৮৯১ কিলোমিটার।
ক) ক্যালিফোর্নিয়া
খ) পেনসিল্ভেনিয়া
গ) ফ্লোরিডা
ঘ) টেক্সাস
Note : পিটসবার্গ (Pittsburgh) মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া (Pennsylvania) অঙ্গরাজ্যের একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী।
ক) অস্টিন
খ) আলবেনি
গ) মায়ামী
ঘ) শিকাগো
Note : নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী হলো আলবেনি (Albany)। নিউইয়র্ক সিটি ঐ রাজ্যের বৃহত্তম শহর হলেও রাজধানী নয়।
ক) নিউইয়র্ক
খ) আলাস্কা
গ) ক্যালিফোর্নিয়া
ঘ) ফ্লোরিডা
Note : ক্যালিফোর্নিয়াতে 'ক্যালেক্সিট' (Calexit) নামে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সক্রিয় রয়েছে, যা যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি করে। টেক্সাসেও অনুরূপ আন্দোলন থাকলেও, ক্যালিফোর্নিয়ার আন্দোলনটি সাম্প্রতিক সময়ে বেশি আলোচিত।
ক) নিউইয়র্ক
খ) ফ্লোরিডা
গ) টেক্সাস
ঘ) ক্যালিফোর্নিয়া
Note : ক্যালিফোর্নিয়া (California) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য। এর পরে টেক্সাস ও ফ্লোরিডার অবস্থান।
জব সলুশন