স্পেনের রাজধানীর নাম কী?
ক) কসোফিয়া
খ) হেলসিংকি
গ) বেলগ্রেড
ঘ) মাদ্রিদ
বিস্তারিত ব্যাখ্যা:
স্পেনের রাজধানী হলো মাদ্রিদ। সোফিয়া বুলগেরিয়ার, হেলসিংকি ফিনল্যান্ডের এবং বেলগ্রেড সার্বিয়ার রাজধানী।
Related Questions
ক) 10
খ) 15
গ) 25
ঘ) 26
Note : সুইজারল্যান্ড একটি ফেডারেল রাষ্ট্র যা ২৬টি ক্যান্টন (Canton) বা প্রদেশ নিয়ে গঠিত। এই ক্যান্টনগুলো ব্যাপক স্বায়ত্তশাসন ভোগ করে।
ক) স্টকহোম
খ) বার্ন
গ) অসলো
ঘ) জেনেভো
Note : সুইজারল্যান্ডের ডি ফ্যাক্টো বা প্রশাসনিক রাজধানী হলো বার্ন। জেনেভা একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শহর হলেও এটি রাজধানী নয়। স্টকহোম ও অসলো যথাক্রমে সুইডেন ও নরওয়ের রাজধানী।
ক) Sweden
খ) Poland
গ) Finland
ঘ) Norway
Note : ওয়ারশ (Warsaw) হলো পোল্যান্ডের রাজধানী। সুইডেনের রাজধানী স্টকহোম, ফিনল্যান্ডের হেলসিংকি এবং নরওয়ের অসলো।
ক) মাদ্রিদ
খ) লিসবন
গ) রোম
ঘ) তিরানা
Note : পর্তুগালের রাজধানী হলো লিসবন। মাদ্রিদ স্পেনের, রোম ইতালির এবং তিরানা আলবেনিয়ার রাজধানী।
ক) বিসায়ু
খ) বাসিলিয়া
গ) ব্রাসেলস
ঘ) বুদাপেষ্ট
Note : বেলজিয়ামের রাজধানী হলো ব্রাসেলস। এটি ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং ন্যাটোর (NATO) সদর দপ্তর হিসেবেও পরিচিত। বুদাপেস্ট হাঙ্গেরির রাজধানী।
ক) প্যারিস
খ) লন্ডন
গ) আমস্টারডাম
ঘ) হামবুর্গ
Note : যদিও নগরীর সংজ্ঞা (শহর নাকি মেট্রোপলিটন এলাকা) নিয়ে বিতর্ক থাকতে পারে, ঐতিহ্যগতভাবে লন্ডন এবং মস্কোকে ইউরোপের বৃহত্তম নগরীগুলোর মধ্যে গণ্য করা হয়। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে লন্ডন বৃহত্তম।
জব সলুশন