কসোভোর রাজধানী হচ্ছে-

ক) প্রিস্টিনা
খ) তিরানা
গ) বুদাপেস্ট
ঘ) নিকোশিয়া
বিস্তারিত ব্যাখ্যা:
কসোভোর রাজধানী হলো প্রিস্টিনা। তিরানা আলবেনিয়ার, বুদাপেস্ট হাঙ্গেরির এবং নিকোশিয়া সাইপ্রাসের রাজধানী।

Related Questions

ক) পূর্ব ইউরোপ
খ) দক্ষিণ-পশ্চিম ইউরোপ
গ) দক্ষিণ-পূর্ব ইউরোপ
ঘ) দক্ষিণ ইউরোপ
Note : কসোভো বলকান অঞ্চলের একটি রাষ্ট্র, যা ভৌগোলিকভাবে দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত। এর স্বাধীনতা নিয়ে বিতর্ক থাকলেও ভৌগোলিক অবস্থানটি সুস্পষ্ট।
ক) Sarajevo
খ) Sofia
গ) Prague
ঘ) Bon
Note : এই দেশটির রাজধানী হলো সারায়েভো (Sarajevo)। সোফিয়া বুলগেরিয়ার এবং প্রাগ চেক প্রজাতন্ত্রের রাজধানী। বন জার্মানির প্রাক্তন রাজধানী ছিল।
ক) অসলো
খ) ব্রাসিলিয়া
গ) লিসবন
ঘ) ভ্যালেটা
Note : মাল্টার রাজধানী হলো ভ্যালেটা, যা একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। অসলো নরওয়ের, ব্রাসিলিয়া ব্রাজিলের এবং লিসবন পর্তুগালের রাজধানী।
ক) মিনস্ক
খ) নাইপিদো
গ) জাগরেব
ঘ) ইয়েরেভান
Note : ক্রোয়েশিয়ার রাজধানী হলো জাগরেব। মিনস্ক বেলারুশের, নাইপিদো মিয়ানমারের এবং ইয়েরেভান আর্মেনিয়ার রাজধানী।
ক) রোম
খ) এথেন্স
গ) মিলান
ঘ) জেনেভা
Note : গ্রিসের রাজধানী হলো এথেন্স, যা পশ্চিমা সভ্যতার সূতিকাগার হিসেবে পরিচিত। রোম ইতালির রাজধানী।
ক) রুমানিয়া
খ) বুলগেরিয়া
গ) আলবেনিয়া
ঘ) বলিভিয়া
Note : প্রশ্নটি প্রদত্ত দেশগুলোর মধ্যে কোনটি বলকান অঞ্চলের বাইরে তা জানতে চাইছে। রুমানিয়া, বুলগেরিয়া এবং আলবেনিয়া—সবগুলোই বলকান অঞ্চলের দেশ। বলিভিয়া দক্ষিণ আমেরিকার একটি স্থলবেষ্টিত দেশ, তাই এটি সঠিক উত্তর।

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিজিএফআই) - সহকারী পরিচালক (22-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন