Which country is the only one to be surrounded by a single country on all four sides?/ কোন দেশটি তার চারদিকে অন্য একটি দেশ দ্বারা পরিবেষ্টিত?
ক) Bangladesh
খ) Serbia
গ) Mongolia
ঘ) Lesotho
বিস্তারিত ব্যাখ্যা:
সম্পূর্ণরূপে অন্য একটি দেশের ভূখণ্ড দ্বারা বেষ্টিত দেশকে ছিটমহল বা এনক্লেভড (enclaved) রাষ্ট্র বলে। লেসোথো (Lesotho) সম্পূর্ণরূপে দক্ষিণ আফ্রিকা দ্বারা পরিবেষ্টিত একটি স্বাধীন রাষ্ট্র।
Related Questions
ক) মরক্কো
খ) লিবিয়া
গ) তিউনিসিয়া
ঘ) ইয়েমেন
Note : মরক্কো, লিবিয়া এবং তিউনিসিয়া উত্তর আফ্রিকার দেশ। অন্যদিকে, ইয়েমেন আরব উপদ্বীপে অবস্থিত এবং এটি এশিয়া মহাদেশের অংশ।
ক) অটোয়া
খ) মনরোভিয়া
গ) লাইবেরিয়া সিটি
ঘ) মরোনি
Note : লাইবেরিয়ার রাজধানী হলো মনরোভিয়া (Monrovia)। শহরটির নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরোর নামানুসারে।
ক) South Africa
খ) India
গ) Japan
ঘ) China
Note : দক্ষিণ আফ্রিকা (South Africa) একমাত্র দেশ যার উপকূল দুটি ভিন্ন মহাসাগর—পূর্ব দিকে ভারত মহাসাগর এবং পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত।
ক) জোহেন্সবার্গ
খ) লজ এঞ্জেলস
গ) কেপটাউন
ঘ) ওয়েলিংটন
Note : দক্ষিণ আফ্রিকার তিনটি রাজধানীর মধ্যে কেপটাউন (Cape Town) অন্যতম, যা আইনসভার কেন্দ্র। যেহেতু এটি অন্যতম একটি রাজধানী, তাই বিকল্পগুলোর মধ্যে এটিই সঠিক উত্তর।
ক) কেপটাউন
খ) জোহান্সবার্গ
গ) প্রিটোরিয়া
ঘ) সোয়েটো
Note : দক্ষিণ আফ্রিকার তিনটি রাজধানী রয়েছে। প্রিটোরিয়া (Pretoria) হলো প্রশাসনিক রাজধানী, কেপটাউন (Cape Town) আইনসভা বিষয়ক রাজধানী এবং ব্লুমফন্টেইন (Bloemfontein) বিচার বিভাগীয় রাজধানী।
ক) আবিদজান
খ) ব্রাজাভিল
গ) কাম্পালা
ঘ) তিরানা
Note : আইভরি কোস্টের (Côte d'Ivoire) আনুষ্ঠানিক রাজধানী ইয়ামুসুক্রো (Yamoussoukro) হলেও, দেশটির অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র এবং বৃহত্তম শহর হলো আবিদজান (Abidjan)। কার্যত আবিদজানই প্রধান শহর হিসেবে পরিচিত।
জব সলুশন