কে "লৌহ মানবী" নামে খ্যাত?
ক) ইন্ধিরা গান্ধী
খ) খালেদা জিয়া
গ) অং সান সূচি
ঘ) মার্গারেট থ্যাচার
বিস্তারিত ব্যাখ্যা:
যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে তাঁর কঠোর ও আপোসহীন নেতৃত্বের জন্য 'লৌহ মানবী' বা 'Iron Lady' বলা হতো। ইন্দিরা গান্ধীকেও কখনো কখনো এই উপাধি দেওয়া হলেও মার্গারেট থ্যাচারই বিশ্বজুড়ে বেশি পরিচিত
Related Questions
ক) ইউরো টানেল
খ) আর্ল বার্গ
গ) রস্কো
ঘ) আলমা ডি টানেল
Note : ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্রিন্সেস ডায়ানা ফ্রান্সের প্যারিসে অবস্থিত পন্ত দে ল'আলমা (Pont de l'Alma) টানেলে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন। তাই সঠিক উত্তর আলমা ডি টানেল
ক) রানি ভিক্টোরিয়া
খ) রাণী দ্বিতীয় এলিজাবেথ
গ) রাণী এলিজাবেথ
ঘ) রাজা প্রথম জর্জ
Note : রাণী দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছরেরও বেশি সময় ধরে (১৯৫২-২০২২) ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন যা ব্রিটিশ ইতিহাসে দীর্ঘতম। তিনি রাণী ভিক্টোরিয়ার ৬৩ বছরের শাসনকালকে অতিক্রম করেন
ক) স্পেন
খ) গ্রিস
গ) জার্মানি
ঘ) কোরিয়া
Note : কাতালোনিয়া স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এর রাজধানী বার্সেলোনা। এই অঞ্চলে একটি শক্তিশালী স্বাধীনতা আন্দোলন বিদ্যমান
ক) এডলফ হিটলার
খ) বেনিটো মুসোলিনী
গ) নেপোলিয়ান বোনাপার্ট
ঘ) অটোমান বিসমার্ক
Note : ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের পর ক্ষমতা গ্রহণ করেন এবং নিজেকে বিপ্লবের মূর্ত প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাই তিনি এই বিখ্যাত উক্তিটি করেন
ক) কার্লমার্কস
খ) হিটলার
গ) এডাম স্মিথ
ঘ) রুশো
Note : ফরাসি দার্শনিক জ্যাঁ-জ্যাক রুশো তাঁর বিখ্যাত 'The Social Contract' গ্রন্থে এই ধারণা দেন যে সার্বভৌম ক্ষমতা কোনো রাজা বা শাসকের নয় বরং তা জনসাধারণের হাতেই ন্যস্ত। এটি আধুনিক গণতন্ত্রের একটি মূল ভিত্তি
ক) অটোমান বিসমার্ক
খ) মহাত্মা গান্ধী
গ) হিটলার
ঘ) লেলিন
Note : জার্মানির প্রথম চ্যান্সেলর অটো ফন বিসমার্ককে 'Man of blood and iron' (রক্ত ও লৌহ মানব) বলা হয়। তিনি বিশ্বাস করতেন যে কেবল বক্তৃতা দিয়ে নয় বরং যুদ্ধ ও শক্তির মাধ্যমেই জার্মানিকে একত্রিত করা সম্ভব
জব সলুশন