যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
ক) লুসিইয়ানা
খ) ফ্লোরিডা
গ) কেপটাউন
ঘ) নিউইয়র্ক
বিস্তারিত ব্যাখ্যা:
১৮০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে বিশাল লুইজিয়ানা অঞ্চলটি কিনে নেয় যা 'লুইজিয়ানা পারচেজ' নামে পরিচিত। এই ক্রয়ের ফলে যুক্তরাষ্ট্রের আয়তন প্রায় দ্বিগুণ হয়ে যায়
Related Questions
ক) নেলসন ম্যান্ডেলা
খ) চে গুয়েভারা
গ) ফিদেল ক্যাস্ট্রো
ঘ) লেনিন
Note : 'The Motorcycle Diaries' হলো আর্জেন্টাইন বিপ্লবী নেতা চে গুয়েভারার যৌবনকালের দিনলিপির ওপর ভিত্তি করে নির্মিত একটি চলচ্চিত্র। এটি তাঁর লাতিন আমেরিকা ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে
ক) কোস্টারিকা
খ) গুয়েতমালা
গ) পানামা
ঘ) কিউবা
Note : কোস্টারিকা গুয়াতেমালা এবং পানামা মধ্য আমেরিকার দেশ। কিউবা ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপরাষ্ট্র যা ভৌগোলিকভাবে মধ্য আমেরিকার অংশ হিসেবে গণ্য করা হয় না
ক) সেন্ট লুসিয়া
খ) পশ্চিম সামোয়া
গ) লিথুয়ানিয়া
ঘ) নিকারাগুয়া
Note : সেন্ট লুসিয়া ক্যারিবিয়ান সাগরে অবস্থিত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। পশ্চিম সামোয়া ওশেনিয়ায় লিথুয়ানিয়া ইউরোপে এবং নিকারাগুয়া মধ্য আমেরিকায় অবস্থিত
ক) কিউবা
খ) গ্রানাডা
গ) হাইতি
ঘ) কানাডা
Note : কিউবা গ্রানাডা এবং হাইতি ক্যারিবিয়ান সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র। অন্যদিকে কানাডা উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ যা ক্যারিবিয়ান অঞ্চল থেকে অনেক দূরে অবস্থিত
ক) একটি দেশের নাম
খ) একটি ক্রিকেট দলের নাম
গ) একটি দ্বীপ সমষ্টির নাম
ঘ) পাহাড়ের নাম
Note : ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ হলো ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপ সমষ্টি। এটি কোনো একক দেশ নয় বরং অনেকগুলো স্বাধীন ও পরাধীন দ্বীপরাষ্ট্রের সমষ্টি। ক্রিকেট দল হিসেবে পরিচিত হলেও এর মূল পরিচয় একটি ভৌগোলিক অঞ্চল বা দ্বীপ সমষ্টি
ক) ইংল্যান্ড
খ) ফ্রান্স
গ) পর্তুগাল
ঘ) ইতালি
Note : ক্রিস্টোফার কলম্বাস ১৪৫১ সালে ইতালির জেনোয়া প্রজাতন্ত্রে জন্মগ্রহণ করেন। যদিও তিনি স্পেনের রাজার অর্থায়নে আমেরিকায় অভিযান পরিচালনা করেন কিন্তু তাঁর জন্ম ও জাতীয়তা ছিল ইতালীয়। তাই তাঁকে ইতালির নাবিক বলা হয়
জব সলুশন