প্রাণিভূগোলবিদ ওয়ালেস এর মতানুসারে দক্ষিণ আমেরিকার দেশসমূহকে যে প্রাণিভূগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়েছে-
ক) নিআর্কটিক অঞ্চল
খ) নিউট্রপিক্যাল অঞ্চল
গ) প্যালিআর্কটিক অঞ্চল
ঘ) ওরিয়েন্টাল অঞ্চল
বিস্তারিত ব্যাখ্যা:
প্রাণীজগতের ভৌগোলিক বণ্টন অনুসারে বিশ্বকে কয়েকটি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ ও মধ্য আমেরিকাকে নিউট্রপিক্যাল (Neotropical) অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়েছে। নিআর্কটিক হলো উত্তর আমেরিকা এবং প্যালিআর্কটিক হলো ইউরোপ ও উত্তর এশিয়া
Related Questions
ক) কিউবা
খ) চিলি
গ) বলিভিয়া
ঘ) আর্জেন্টিনা
Note : বিপ্লবী নেতা আর্নেস্তো 'চে' গুয়েভারা ১৯২৮ সালে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন। যদিও তিনি কিউবার বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বলিভিয়ায় নিহত হন তাঁর জন্মস্থান আর্জেন্টিনা
ক) পরিব্রাজক
খ) রাজা
গ) নাবিক
ঘ) যোদ্ধা
Note : ক্যাপ্টেন জেমস কুক ছিলেন একজন ব্রিটিশ নাবিক অভিযাত্রী ও মানচিত্রকর। তিনি প্রশান্ত মহাসাগরে তিনটি নৌ-expedition পরিচালনা করেন এবং অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল ও হাওয়াই দ্বীপপুঞ্জ ইউরোপীয়দের জন্য আবিষ্কার করেন
ক) এশিয়ার উত্তরাঞ্চল
খ) ইউরোপের পশ্চিমাঞ্চল
গ) ইউরোপের পূর্বাঞ্চল
ঘ) এশিয়ার দক্ষিণাঞ্চল
Note : প্রদত্ত উত্তরটি ভুল। 'অস্ট্রেলিয়া' নামটি ল্যাটিন শব্দ 'Australis' থেকে এসেছে যার অর্থ 'দক্ষিণী' বা Southern। প্রাচীনকালে এটিকে Terra Australis Incognita বা 'অজানা দক্ষিণী ভূমি' বলা হতো। এর সাথে এশিয়ার কোনো সম্পর্ক নেই
ক) জাপান
খ) আর্জেন্টিনা
গ) ইথিওপিয়া
ঘ) মায়ানমার
Note : আর্জেন্টিনার ইসাবেল পেরন বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট। তিনি ১৯৭৪ সালে তাঁর স্বামী প্রেসিডেন্ট হুয়ান পেরনের মৃত্যুর পর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি নির্বাচিত নন বরং উত্তরাধিকার সূত্রে প্রেসিডেন্ট হন
ক) যুক্তরাষ্ট্র
খ) রাশিয়া
গ) যুক্তরাজ্য
ঘ) জার্মানি
Note : জে. রবার্ট ওপেনহাইমার যিনি 'পারমাণবিক বোমার জনক' হিসেবে পরিচিত ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। তিনি ম্যানহাটন প্রকল্পের প্রধান বিজ্ঞানী ছিলেন
ক) এবিএম চুক্তি (ABM)
খ) সল্ট-১ চুক্তি (SALT-1)
গ) সল্ট-২ চুক্তি (SALT-2)
ঘ) স্টার্ট-২ চুক্তি (START-2)
Note : সল্ট-২ (Strategic Arms Limitation Talks II) চুক্তিটি ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়। কিন্তু ঐ বছর সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করলে মার্কিন সিনেট চুক্তিটি অনুমোদন করতে অস্বীকৃতি জানায়
জব সলুশন