'আমার পথ' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

ক) যুগ-বাণী
খ) রাজবন্দির জবানবন্দি
গ) দুর্দিনের যাত্রী
ঘ) রুদ্র-মঙ্গল
বিস্তারিত ব্যাখ্যা:
আমার পথ' প্রবন্ধটি তাঁর বিখ্যাত প্রবন্ধ সংকলন 'রুদ্র-মঙ্গল' গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যুগ-বাণী বা দুর্দিনের যাত্রী তাঁর অন্য প্রবন্ধগ্রন্থ হলেও এই প্রবন্ধটি রুদ্র-মঙ্গলের অন্তর্ভুক্ত।

Related Questions

ক) ইছামতি
খ) মেঘমল্লার
গ) মৌরিফুল
ঘ) যাত্রাবদল
Note : ইছামতি' একটি বিখ্যাত উপন্যাস যার জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। এটি কোনো গল্পগ্রন্থ নয়। অন্যদিকে মেঘমল্লার মৌরিফুল এবং যাত্রাবদল তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ।
ক) He hardly does not go there
খ) He hardly goes there
গ) He does not go there hardly
ঘ) Hardly he does fo there
Note : hardly' ব্যবহার করে সঠিক বাক্য গঠন । 'Hardly' শব্দটি নিজেই একটি না-বোধক (negative) অর্থ প্রকাশ করে তাই এর সাথে আলাদা করে not ব্যবহার করা একটি ভুল যাকে double negative বলে। 'Hardly' সাধারণত main verb এর আগে বসে। তাই 'He hardly goes there' বাক্যটি সঠিক।
ক) too
খ) so
গ) very
ঘ) much
Note : 'too...to' এর গঠন । একটি কাজ করতে কোনো কিছু অতিরিক্ত কঠিন এই ভাবটি প্রকাশ করতে 'too difficult to understand' গঠনটি ব্যবহার করা হয়। তাই সঠিক উত্তর হলো too।
ক) Intensifier
খ) adverb of manner
গ) adverb of degree
ঘ) adverb of purpose
Note : badly' শব্দটি 'how' বা 'কেমনভাবে' ব্যবহার করা হয়েছে তার উত্তর দেয়। যে adverb গুলো verb এর কাজ কেমনভাবে সম্পন্ন হয় তা বোঝায় তাদের Adverb of Manner বলে। তাই 'badly' এখানে একটি Adverb of Manner।
ক) badly
খ) imaginative
গ) good
ঘ) bad
Note : বাক্যে verb 'did' কে modify করার জন্য একটি adverb প্রয়োজন। 'Badly' একটি adverb যা 'কেমনভাবে করেছিল' তা বোঝাচ্ছে। 'Good' এবং 'bad' হলো adjective এবং 'imaginative' ও একটি adjective। তাই adverb হিসেবে badly সঠিক।
ক) Have you gone to Kuakata?
খ) Have you ever gone kuakata?
গ) Have you ever been to Kuakata?
ঘ) Did you ever go to Kuakata?
Note : অতীতে কোনো স্থানে ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে জানতে 'Have you ever been to...?' ব্যবহার করা হয়। 'Been to' বোঝায় সেখানে গিয়ে আবার ফিরে আসা হয়েছে। 'Gone to' বোঝায় সেখানে যাওয়া হয়েছে কিন্তু ফেরা হয়নি।

জব সলুশন

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিজিএফআই) - সহকারী পরিচালক (22-11-2025)

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) - মেডিক্যাল অফিসার (20-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন