শচীশ, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
ক) চতুরঙ্গ
খ) চার অধ্যায়
গ) নৌকাডুবি
ঘ) ঘরে-বাইরে
বিস্তারিত ব্যাখ্যা:
শচীশ দামিনী ও শ্রীবিলাস তাঁর 'চতুরঙ্গ' উপন্যাসের প্রধান চরিত্র। এই উপন্যাসটি চারটি ভিন্ন ভিন্ন চরিত্রের দৃষ্টিকোণ থেকে বর্ণিত হয়েছে।
Related Questions
ক) ১৮৫৮ সালে
খ) ১৮৬৮ সালে
গ) ১৮৪৮ সালে
ঘ) ১৮৭৮ সালে
Note : বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে স্বীকৃত প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি কথ্য বা চলিত রীতির ব্যবহারে একটি মাইলফলক।
ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক সাহিত্যিক গদ্যের স্রষ্টা বলা হয়। তিনিই প্রথম বাংলা গদ্যে যতিচিহ্নের সঠিক ব্যবহার করেন এবং গদ্যকে প্রাঞ্জল ও শিল্পরূপ দান করেন।
ক) বিনয় ঘোষ
খ) সুবিনয় ঘোষ
গ) বিনয় ভট্টাচার্য
ঘ) বিনয় বর্মণ
Note : বিদ্যাসাগর ও বাঙালীসমাজ' গ্রন্থটির রচয়িতা হলেন গবেষক ও প্রাবন্ধিক বিনয় ঘোষ। এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও কর্মের ওপর একটি গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থ।
ক) রসুলবিজয়
খ) মক্কা বিজয়
গ) রসুলচরিত
ঘ) মক্কানামা
Note : রসুলবিজয়' কবি জৈনুদ্দীনের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তিনি গৌড়ের সুলতান ইউসুফ শাহের সভাকবি ছিলেন। মক্কা বিজয় বা রসুলচরিত অন্য কবির রচনা।
ক) আবুল ফজল
খ) আবদুল কাদির
গ) জাহানারা ইমাম
ঘ) মুশতারি শফী
Note : বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা 'দুর্দিনের দিনলিপি' হলো আবুল ফজলের লেখা একটি স্মৃতিগ্রন্থ। মুক্তিযুদ্ধকালীন তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ এই গ্রন্থে স্থান পেয়েছে।
ক) সৈয়দ শামসুল হক
খ) শামসুর রাহমান
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) আহসান হাবীব
Note : বুক তার বাংলাদেশের হৃদয়' কাব্যগ্রন্থটির রচয়িতা শামসুর রাহমান। ১৯৮৭ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে উৎসর্গ করে তিনি এই বিখ্যাত কবিতা ও কাব্যগ্রন্থটি রচনা করেন।
জব সলুশন