'তোমার নাম কী?' - এখানে 'কী' কোন প্রকারের পদ?

ক) প্রশ্নবাচক
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) বিশেষণ
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলা ব্যাকরণের পদ প্রকরণ । এখানে 'কী' শব্দটি বিশেষ্য পদের (নাম) পরিবর্তে বসে প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়েছে। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হওয়ায় এটি একটি প্রশ্নবাচক সর্বনাম পদ।

Related Questions

ক) উপপদ
খ) প্রাতিপদিক
গ) প্রপদ
ঘ) পূর্বপদ
Note : কৃদন্ত পদের (ক্রিয়ামূলের সাথে কৃৎ প্রত্যয় যুক্ত পদ) পূর্ববর্তী পদকে উপপদ বলা হয়। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন- জলে চরে যা = জলচর এখানে 'জলে' হলো উপপদ।
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) ভুল নেই
Note : বাক্যটিতে তিনটি ভুল আছে। সঠিক বানানগুলো হলো 'সুনামির' (সুনামীর নয়) 'তাণ্ডবে' (তান্ডবে নয়) এবং 'সর্বস্বান্ত' (সর্বশান্ত নয়)। তাই সঠিক উত্তর তিনটি।
ক) প্রবীণ
খ) জেঠামি
গ) সরোজ
ঘ) মিতালি
Note : যেসকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই থাকে তাদের যৌগিক শব্দ বলে। 'মিতালি' (মিতা+আলি) শব্দের অর্থ মিতার ভাব যা ব্যবহারিক অর্থের সাথে মিলে যায়। প্রবীণ ও সরোজ যোগরূঢ় এবং জেঠামি রূঢ়ি শব্দ।
ক) ১০ বছর
খ) ১২ বছর
গ) ১৪ বছর
ঘ) ১৬ বছর
Note : রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও সাহিত্যকর্ম । রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র ১৬ বছর বয়সে 'ভিখারিণী' গল্পটি রচনার মাধ্যমে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন। এটিই বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প হিসেবে বিবেচিত হয়।
ক) গো-জীবন
খ) ইসলামের জয়
গ) এর উপায় কী
ঘ) বসন্তকুমারী নাটক
Note : মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্মের বিষয়বস্তু । তাঁর 'গো-জীবন' প্রবন্ধে হিন্দু-মুসলমান সম্প্রদায়ের মধ্যে গরু কোরবানি নিয়ে যে বিরোধ ছিল তার সমাধানের পথ অনুসন্ধান করা হয়েছে। এটি তাঁর অসাম্প্রদায়িক চেতনার পরিচায়ক।
ক) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
Note : ঊনবিংশ শতাব্দীর বাংলা কবিতা সম্পর্কিত। এই বিখ্যাত ব্যঙ্গাত্মক কবিতাংশটির রচয়িতা যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি নীলকরদের অত্যাচার নিয়ে লেখা 'নীলকর' কবিতায় ব্রিটিশ রানীকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেন।

জব সলুশন

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিজিএফআই) - সহকারী পরিচালক (22-11-2025)

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) - মেডিক্যাল অফিসার (20-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন