কোন দুটি গ্রন্থ বেগম রোকেয়ার রচনা?
ক) অবরোধবাসিনী ও ক্রীতদাসের হাসি
খ) পদ্মমরাগ ও অবরোধবাসিনী
গ) দোলনচাঁপা ও মতিচূর
ঘ) খোয়াবনামা ও পদ্মমরাগ
বিস্তারিত ব্যাখ্যা:
'পদ্মমরাগ' এবং 'অবরোধবাসিনী' উভয়ই বেগম রোকেয়ার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ। 'ক্রীতদাসের হাসি' শওকত ওসমানের 'দোলনচাঁপা' কাজী নজরুল ইসলামের এবং 'খোয়াবনামা' আখতারুজ্জামান ইলিয়াসের রচনা।
Related Questions
ক) পদ্মমণি
খ) পদ্মাবতী
গ) পদ্মগোখরা
ঘ) পদ্মমরাগ
Note : 'পদ্মমরাগ' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি সামাজিক উপন্যাস। এতে তৎকালীন মুসলিম সমাজের কুসংস্কার ও নারীর দুর্দশা চিত্রিত হয়েছে।
ক) শেষ রচনা
খ) নারী ও স্বাধীনতা
গ) নারীর অধিকার
ঘ) নারী ও তার প্রাপ্য
Note : বেগম রোকেয়ার শেষ রচনাটির নাম 'নারীর অধিকার'। এটি অসমাপ্ত থাকলেও তার নারী মুক্তি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দলিল।
ক) মতিচুর
খ) সুলতানার স্বপ্ন
গ) পদ্মমরাগ
ঘ) অবরোধবাসিনী
Note : বেগম রোকেয়ার 'সুলতানার স্বপ্ন' Sultana's Dream গ্রন্থটি ১৯০৫ সালে মাদ্রাজের ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনে ইংরেজিতে প্রকাশিত হয়। এটি একটি নারীবাদী ইউটোপিয়ান কল্পকাহিনী।
ক) পদ্মাবতী
খ) পদ্মমরাগ
গ) সুলতানার স্বপ্ন
ঘ) মতিচূর
Note : 'পদ্মমরাগ' 'সুলতানার স্বপ্ন' এবং 'মতিচূর' বেগম রোকেয়ার উল্লেখযোগ্য রচনা। 'পদ্মাবতী' মহাকবি আলাওল রচিত একটি কাব্য।
ক) কয়েকটি মৃত্যু
খ) শেষ বিকেলের মেয়ে
গ) তৃষ্ণা
ঘ) নিষ্কৃতি
Note : 'কয়েকটি মৃত্যু' 'শেষ বিকেলের মেয়ে' এবং 'তৃষ্ণা' জহির রায়হান রচিত উপন্যাস। কিন্তু 'নিষ্কৃতি' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস।
ক) আবু ইসহাক
খ) শওকত ওসমান
গ) জহির রায়হান
ঘ) শহীদুল্লা কায়সার
Note : 'বরফগলা নদী' জহির রায়হানের লেখা একটি জনপ্রিয় উপন্যাস। এই উপন্যাসে সামাজিক অসঙ্গতি ও প্রেমের সম্পর্ক আলোচিত হয়েছে।
জব সলুশন