...কোনটি শুদ্ধ বানান?

ক) নিরহংকারী
খ) নিরহংকার
গ) নিরহংকারি
ঘ) নিঃহংকারী
বিস্তারিত ব্যাখ্যা:

- সঠিক বানান 'নিরহংকার'।
- "নিরহংকার" শব্দটি একটি বিশেষণ। এর অর্থ হলো "অহংকারহীন, অহংকারশূন্য।"
- এই শব্দটিতে "অ" একটি কৃৎ প্রত্যয়, যা অভাব বোঝায়। "হংকার" একটি মূল শব্দ, যার অর্থ হলো "অহংকার।"

Related Questions

ক) মুমুর্ষু
খ) মুমূর্ষু
গ) মুমূর্ষু
ঘ) মূমুর্ষু
Note :

শুদ্ধ বানান মুমূর্ষু ।

মুমূর্ষু এর সঠিক বানান মু + মূ + র্ষু । আর বাকি বানান গুলো - মুমুর্ষু , মূমুর্ষ, মুমূর্ষ ভুল বানান । সুতরাং সঠিক উত্তর (b) ।

ক) গগন
খ) অন্তরীক্ষ
গ) অম্বর
ঘ) ভুবন
Note :

আকাশ' এর সমার্থক শব্দ - অম্বর, গগন, নভ, অন্তরীক্ষ। ভুবন এর সমার্থক শব্দ - বিশ্বজগৎ, পৃথিবী, আবাস, দেশ।

ক) কুন্তল
খ) ললাট
গ) চুল
ঘ) অলক
Note :

'কেশ' এর সমার্থক শব্দ নয় - - - ললাট।

কেশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে চুল, চিকুর, কুন্তল, কেশপাশ, কেশদাম, অলক।

ললাট শব্দের সমার্থক শব্দ হচ্ছে কপাল, ভাল, ভাগ্য, অলীক, অদৃষ্ট, নিয়তি।

ক) চাঁদ
খ) নিশাকর
গ) অদ্রি
ঘ) হিমকর
Note :

চন্দ্র এর সমার্থক শব্দ - চাঁদ, নিশাকর, শশধর, হিমাংশু। অদ্রি এর সমার্থক শব্দ - পর্বত, অচল, গিরি, পাহাড়।

ক) তরুণ
খ) অচেনা
গ) নবীন
ঘ) প্রাচীন
Note :

অর্বাচীন শব্দের অর্থ নবীন, আধুনিক, অপ্রবীণ। সুতরাং অর্বাচীন - এর বিপরীত শব্দ প্রাচীন।

ক) নিগ্রহ
খ) দয়া
গ) বাহির
ঘ) স্বাধীন
Note :

- অনুগ্রহ অর্থ- দয়া, কৃপা, করুণা, সহায়তা প্রভৃতি। এর বিপরীত শব্দ নিগ্রহ।

জব সলুশন

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন