‘ফোড়ন’ শব্দটি গঠিত হয়েছে -
ক) প্রত্যয়যোগে
খ) সমাসযোগে
গ) উপসর্গযোগে
ঘ) সন্ধিযোগে
বিস্তারিত ব্যাখ্যা:
ফোড়ন' শব্দটি 'ফুঁড়্' ধাতুর সাথে 'অন' প্রত্যয় যোগে গঠিত (ফুঁড়্ + অন = ফোড়ন)। যেহেতু ধাতুর পরে প্রত্যয় যুক্ত হয়েছে তাই এটি প্রত্যয়সাধিত শব্দ।
Related Questions
ক) ড. মুহাম্মদ ইউনুস
খ) আকবর আলী খান
গ) দেবপ্রিয় ভট্টাচার্য
ঘ) ড. আতিউর রহমান
Note : 'পরার্থপরতার অর্থনীতি' বইটির লেখক বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান।
ক) ১ জুলাই ১৯৯১
খ) ১ জুলাই ১৯৯২
গ) ১ জুলাই ১৯৯৩
ঘ) ১ জুলাই ১৯৯৪
Note : বাংলাদেশে মূল্য সংযোজন কর বা ভ্যাট (VAT) চালু হয় ১৯৯১ সালের ১ জুলাই থেকে যা কর ব্যবস্থায় একটি বড় সংস্কার ছিল।
ক) জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করে
খ) দারিদ্র্য হ্রাস করে
গ) কৃষি ও শিল্পখাতের উন্নয়নের মাধ্যমে
ঘ) কৃষি,শিল্প,যোগাযোগ ও সেবাখাতে প্রযুক্তির ব্যবহার করে
Note : আধুনিক প্রযুক্তির ব্যবহার উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধি করে। কৃষি শিল্প ও সেবা—সব খাতে প্রযুক্তির সঠিক প্রয়োগ হলে সামগ্রিক জাতীয় আয় দ্রুত বৃদ্ধি পায়।
ক) কৃষি ও বনা
খ) মৎস্য
গ) শিল্প
ঘ) সেবা
Note : গ্যাস বিদ্যুৎ ও পানি সরবরাহ খাতকে অর্থনীতির 'শিল্প' খাতের উপখাত (Utilities) হিসেবে গণ্য করা হয় কারণ এগুলো প্রক্রিয়াজাতকরণ ও অবকাঠামোগত সেবার সাথে যুক্ত।
ক) শিল্পখাত
খ) কৃষি ও বনজ খাত
গ) সেবা খাত
ঘ) মৎস্য খাত
Note : খাদ্যশস্য ও শাকসবজি সরাসরি মাটি থেকে উৎপাদিত হয় এবং কাঠ বা বনজ সম্পদ বনায়নের অংশ। তাই এগুলো কৃষি ও বনজ খাতের অন্তর্ভুক্ত।
ক) সামাজিক অবস্থার মাধ্যমে
খ) জনগণের মাধ্যমে
গ) অর্থনৈতিক অবস্থার মাধ্যমে
ঘ) সূচক বা মানদণ্ডের সাহায্যে
Note : কোনো দেশ উন্নত নাকি অনুন্নত তা নির্ধারণের জন্য কিছু নির্দিষ্ট সূচক বা মানদণ্ড (যেমন মাথাপিছু আয় শিল্পায়ন শিক্ষার হার) ব্যবহার করা হয়।
জব সলুশন