বিরামচিহ্ন ব্যবহৃত হয় না-
ক) বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে
খ) শ্বাস বিরতির জায়গা দেখাতে
গ) বাক্যকে অলংকৃত করতে
ঘ) বক্তার মেজাজ স্পষ্ট করতে
বিস্তারিত ব্যাখ্যা:
বিরাম চিহ্ন বাক্যের অর্থ বা শ্বাস বিরতির জন্য অপরিহার্য কিন্তু বাক্যকে অলংকৃত বা সজ্জিত করতে এর কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই।
Related Questions
ক) বাক্য সংকোচনের জন্য
খ) বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য
গ) বাক্যের সৌন্দর্যের জন্য
ঘ) বাক্যকে অলংকৃত করার জন্য
Note : বিরাম চিহ্নের প্রধান কাজ হলো বাক্যের অর্থ ও ভাব সুস্পষ্ট করা যাতে পাঠক সহজেই তা অনুধাবন করতে পারে।
ক) ছেদচিহ্ন
খ) স্থির চিহ্ন
গ) বিশ্রাম চিহ্ন
ঘ) বিভাজন চিহ্ন
Note : বিরাম চিহ্নের অপর নাম হলো ছেদ চিহ্ন বা যতি চিহ্ন কারণ এটি বাক্যের প্রবাহকে ছেদ বা বিরতি দেয়।
ক) বিশৃঙ্খলা
খ) উল্টা ফল
গ) অনুরোধ করা
ঘ) দীর্ঘসূত্রিতা
Note : কাজটি হচ্ছে বা হবে বলে ফেলে রাখা বা সময় ক্ষেপণ করাকে 'দীর্ঘসূত্রিতা' বা হচ্ছে হবে ভাব বলা হয়।
ক) বালক বয়স
খ) নিতান্ত শিশু
গ) বৃদ্ধ লোক
ঘ) মানুষের হাড়
Note : হাঁটু সমান উচ্চতা বা খুব ছোট বয়স বোঝাতে 'বালক বয়স' বা শিশু কাল বোঝায়। তবে অপশন অনুযায়ী 'বালক বয়স' বা শিশু অর্থে ব্যবহৃত হয়।
ক) বিপদে পতিত হওয়া
খ) বিপদমুক্তি হওয়া
গ) বিপদাপন্ন হওয়া
ঘ) বিপদে ধৈর্য ধারণ করা
Note : নৌকার হাল বা দাঁড় পানিতে না পেলে নৌকা চলে না; পানিতে পেলে গতি পায়। তেমনি কোনো কাজে সুবিধা করা বা বিপদ থেকে উদ্ধার পাওয়াকে 'বিপদমুক্তি হওয়া' বা সুবিধা করা বোঝায়।
ক) স্পর্ধা
খ) অকৃত্রিম
গ) নাড়ি নক্ষত্র
ঘ) দৃঢ়তা
Note : হাড় ও হদ্দ (সীমানা) পর্যন্ত সবকিছু জানা; অর্থাৎ কারো সব গোপন খবর বা 'নাড়ি নক্ষত্র' জানা।
জব সলুশন