শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
ক) গোময় জ্বালানী কাঠরূপে ব্যবহার হয়
খ) গোময়ের জ্বালনীরূপে ব্যবহার হয়
গ) গোময় জ্বালানী কারূপে ব্যবহৃত
ঘ) গোময়ের জ্বালানীরূপে ব্যবহার হয়
বিস্তারিত ব্যাখ্যা:
‘গোময়’ বা গোবরের ষষ্ঠী বিভক্তিযুক্ত রূপ ‘গোময়ের’ এবং উদ্দেশ্য বোঝাতে ‘জ্বালানিরূপে’ শব্দটি সঠিক। ‘জ্বালানি’ বানানে হ্রস্ব-ই কার বসে।
Related Questions
ক) অধ্যয়নই ছাত্রদের তপস্যা
খ) অধ্যায়ন ছাত্রদের তপস্যা
গ) অধ্যাপনাই ছাত্রদের তপস্যা
ঘ) অধ্যাপনা ছাত্রদের তপস্যা
Note : ‘অধ্যয়ন’ বানানটি সঠিক কিন্তু ‘অধ্যায়ন’ ভুল বানান। ছাত্ররা অধ্যয়ন বা পড়াশোনা করে তাই এটিই সঠিক বাক্য।
ক) অন্যভাবে প্রতি ঘরে হাহাকার
খ) অন্যভাবে প্রতি ঘরে হাহাকার
গ) অন্য অভাবে প্রতিটি ঘরে ঘরে হাহাকার
ঘ) অন্য অভাবে প্রতিটি ঘরে হাহাকার
Note : ‘অন্নের অভাবে’ শব্দটিকে সন্ধি করলে ‘অন্নাভাবে’ হয় যা সঠিক বানান। এছাড়াও ‘প্রতি ঘরে ঘরে’ বলা বাহুল্য দোষ তাই ‘প্রতি ঘরে’ সঠিক প্রয়োগ।
ক) তার সংস্কৃতি নাই
খ) তার সংস্কৃত নাই
গ) তার সাংস্কৃতিক নাই
ঘ) তার সংস্কৃতি নাই
Note : ‘সংস্কৃতি’ হলো বিশেষ্য পদ এবং ‘সাংস্কৃতিক’ হলো বিশেষণ। বাক্যে অধিকার বা মালিকানা অর্থে বিশেষ্য পদ ‘সংস্কৃতি’ ব্যবহার করা যথাযথ।
ক) বিরাট গরু-ছাগলের হাট
খ) বিরাট গরু ও বিরাট ছাগলের হাট
গ) গরু-ছাগলের বিরাট হাট
ঘ) বিরাট গবাদি পশুর হাট
Note : ‘বিরাট’ শব্দটি হাটের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি গরু বা ছাগলের বিশেষণ নয় তাই ‘হাট’ শব্দের ঠিক আগে ‘বিরাট’ বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।
ক) তুমি কী আজ যাবে?
খ) তুমি কি আজ যাবে?
গ) তুমি কী অদ্য যাবে?
ঘ) তুমি কী আজ যাইবে?
Note : প্রশ্নের উত্তর যদি ‘হ্যাঁ’ বা ‘না’ দ্বারা দেওয়া যায় তবে ‘কি’ ব্যবহৃত হয়। আর উত্তর বর্ণনামূলক হলে ‘কী’ ব্যবহৃত হয়। এখানে উত্তর হ্যাঁ-না বাচক তাই ‘কি’ সঠিক।
ক) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
খ) চন্দ্র অপেক্ষা সূর্যগ্রহণ বিস্ময়কর ঘটনা
গ) চন্দ্র সূর্যগ্রহণ অপেক্ষা বিস্ময়কর ঘটনা
ঘ) চন্দ্র ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
Note : এখানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটি ভিন্ন ঘটনা তাই বহুবচন বা দ্বিবচন নির্দেশক ‘দুটি’ শব্দটি ব্যবহার করা সঠিক হয়েছে।
জব সলুশন