মাদার তেরেসার জন্মস্থান কোথায়?
ক) সার্বিয়া
খ) ইতালি
গ) মেসিডোনিয়া
ঘ) আলবেনিয়া
বিস্তারিত ব্যাখ্যা:
মাদার তেরেসা মেসিডোনিয়ার স্কোপিয়ে শহরে জন্মগ্রহণ করেন (তৎকালীন আলবেনীয় বংশোদ্ভূত)।
Related Questions
ক) আকাশের তারা
খ) নয়ন
গ) পূর্ণিমার আলো
ঘ) ভোরের শিশির
Note : ফারসি শব্দ শবনম-এর অর্থ ভোরের শিশির বা হিমকণা।
ক) 20%
খ) 25%
গ) 33.33%
ঘ) 15%
Note :
৪ টাকায় লাভ ১ টাকা। ১০০ টাকায় লাভ (১/৪)১০০ = ২৫%।
ক) {ϕ}
খ) {0}
গ) {}
ঘ) {0, 1}
Note : ফাঁকা সেটের পাওয়ার সেট হলো একটি সেট যার উপাদান ফাঁকা সেট নিজে। P(A) = {ϕ}।
ক) Oasises
খ) Oases
গ) Oasses
ঘ) Oasess
Note : Oasis (মরূদ্যান) এর Plural form হলো Oases (উচ্চারণ ওলট-পালট হয় sis -> ses)।
ক) জাহান্নাম হতে বিদায়
খ) রাইফেল রোটি আওরাত
গ) হাঙ্গর নদী গ্রেনেড
ঘ) বং থেকে বাংলা
Note : শওকত ওসমান রচিত 'জাহান্নাম হতে বিদায়' মুক্তিযুদ্ধের ওপর রচিত প্রথম দিককার উপন্যাস।
ক) ৫০,৪৮
খ) ৪০,৫৮
গ) ২৮,৭০
ঘ) ১৮,৮০
Note : একটি সংখ্যা ৭০ হলে অন্যটি ৭০ এর ২/৫ = ২৮। ৭০+২৮=৯৮। তাই উত্তর ২৮ ও ৭০।
জব সলুশন