বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে ?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্যারীচাঁদ মিত্র
ঘ) প্রমথ চৌধুরী
Note :
বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক ও বিদ্রুপাত্মক প্রাবন্ধিক হিসেবে চিরস্মরণীয় ব্যক্তিত্ব প্রমথ চৌধুরী । তার ' তেল - নুন - লকড়ি (১৯০৬) , 'বীরবলের হালখাতা' (১৯১৬), 'নানাকথা' (১৯১৯) , 'আমাদের শিক্ষা' (১৯২০)' 'রায়তের কথা' (১৯২৬) , 'নানচর্চা' (১৯৩২), 'প্রবন্ধ সংগ্রহ' (১ম খণ্ড - ১৯৫২ ও ২য় খণ্ড - ১৯৫৩) ইত্যাদি গদ্যগ্রন্থ বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ । কবিতা ও ছোটগল্পের রচিয়তা হিসেবে ও তিনি খ্যাত। 'সনেট পঞ্চাশৎ '(১৯১৩) ও ' পদচারণ' (১৯১৯) তার কাব্যগ্রন্থ। 'চার ইয়ারী কথা' (১৯১৬) আহুতি (১৯১৯) ,'নীল লোহিত ' ও 'গল্প সংগ্রহ ' (১৯৪১) তার গল্পগ্রন্থ।
Related Questions
ক) ডি, উইকিয়াম কেরি
খ) ড, মুহম্মদ শহীদুল্লাহ
গ) ড, সুনীতিকুমার চট্রোপাধ্যায়
ঘ) ড, মি, এন, বি, হ্যালহেড
ক) ভালো বক্তা তৈরি করা
খ) ভালো লেখক তৈরি করা
গ) ভাষার অভ্যান্তরীন শৃংখলা নিরুপন করা
ঘ) দ্রুত লেখন শেখানো
ক) তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
খ) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রুপে
গ) শব্দের কথ্য ও লেখ্য রুপে
ঘ) বাক্যের সরলতা ও জটিলতায়
জব সলুশন