'অত্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) অতি + অন্ত
খ) অতী + অন্ত
গ) অতৎ + অন্ত
ঘ) অত + অন্ত
বিস্তারিত ব্যাখ্যা:

সন্ধি বিচ্ছেদ এর নিয়ম অনুসারে, ই - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই 'য' হয় এবং য - ফলা লেখার সময় পরবর্তী ব্যঞ্জন এর সাথে লেখা হয় সুতরাং অত্যন্ত = অতি + অন্ত।

Related Questions

ক) রূপায়ন
খ) রুপায়ন
গ) রূপায়ণ
ঘ) রুপায়ণ
Note :

শুদ্ধ বানান টি হল রূপায়ণ।

রূপায়ণ শব্দটির অর্থ হলো : রূপ দান,  রচনা প্রকাশ,  অভিনয়ে ভূমিকা গ্রহণ।  

ক) বিভিষীকা
খ) বীভিষিকা
গ) বীভিষীকা
ঘ) বিভীষিকা
Note :

বিভীষিকা - [বিশেষ্য পদ] ভয়জনক দৃশ্য, ভয়প্রদর্শন, ভীষণ ভয়, আতঙ্ক।

ক) চা
খ) পাট ও পাটজাত দ্রব্য
গ) তৈরি পোষাক
ঘ) চিংড়ি মাছ
Note :

বাংলাদেশ উন্নয়ন ব্যুরো ২০১৬ (জুন পর্যন্ত) অনুসারে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় (২০১৫ - ১৬) আসে তৈরি পোশাক থেকে, ১৪,৭৩৮.৭৪ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিতীয় অবস্থানে আছে নীটওয়্যার (১৩,৩৫৫.৪২ মিলিয়ন মার্কিন ডলার)।

ক) মেঘবতী সুকর্নপুত্রী
খ) আবদুর রহমান ওহায়িদ
গ) জোকো উইদোদো
ঘ) সুশিলো ইয়োধানো বামব্যাং
ক) মাথার বোঝা
খ) মহাবিপদ
গ) আসন্ন বিপদ
ঘ) মাথায় বিপদ
Note :

'শিরে - সংক্রান্তি' বাগধারাটির অর্থ আসন্ন বিপদ।

শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ - আসন্ন বিপদ ও উপস্থিত মহাবিপদ।

শিরঃপীড়া - শব্দের অর্থ মাথার যন্ত্রণা, মাথা ধরা।

ক) মুহাম্মাদ আব্দুল হাই
খ) মুহাম্মাদ শহীদুল্লাহ
গ) মুনীর চৌধুরী
ঘ) মোফাজ্জল হায়দার চৌধুরী
Note :

বাংলা ভাষার ইতিবৃত্ত  -  লিখেছেন ড. মুহাম্মাদ শহীদুল্লাহ।  তিনি ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিম বঙ্গের  অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য সাহিত্য কর্ম - ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত,  বাংলা সাহিত্যের কথা ইত্যাদি।

জব সলুশন

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন