জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) লন্ডন
খ) নিউইয়র্ক
গ) প্যারিস
ঘ) মস্কো
Note :

১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘ রাতারাতি প্রতিষ্ঠিত হয়নি। ১১ টি সম্মেলনের মধ্য দিয়ে। জাতিসংঘ প্রতিষ্ঠিত জাতিসংঘের পাঁচটি সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চান) এর বিশেষ ক্ষমতা (Veto Power) রয়েছে, যে ক্ষমতার বলে এই পাঁচ সদস্যের যে কেউ জাতিসংঘের যেকোন সিদ্ধান্তকে নাকচ করে দিতে পারে।

জেনে নিই

জাতিসংঘ হলো বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্বোচ্চ- আন্তর্জাতিক সংঘ।
জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত- ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় অবস্থিত জেনেভায় (সুইজারল্যান্ড)।
জাতিসংঘ গঠন সংক্রান্ত আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়- ১৪ আগস্ট ১৯৪১।
জাতিসংঘ সনদ কার্যকরী হয় ২৪ অক্টোবর ১৯৪৫ সালে ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে।
জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট (১ জানুয়ারি ১৯৪২)।
১৯৪৫ সালে ৫১তম দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে- পোল্যান্ড ।
জাতিসংঘের আয়ের উৎস সদস্য দেশসমূহের চাঁদা, বাজেট ঘোষিত হয় -দু'বছরে একবার।
জাতিসংঘের সর্বশেষ ১৯৩ তম সদস্য দেশ দক্ষিণ সুদান।
প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয় ২৪ অক্টোবর।
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি-(ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
জাতিসংঘ সনদের রচয়িতা- আর্কিবেন্ড ম্যাকলিস (Archibald Macleish)
জাতিসংঘের পতাকা হালকা নীল রঙের মাঝে একটি সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝখানে প্রতীক ।
প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে 1 
জাতিসংঘের সদস্য নয় যেসব দেশ তাইওয়ান, ভ্যাটিকান, কসোভো এবং ফিলিস্তিন।
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়- টোকিও, জাপানে অন্যদিকে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকাতে।

Related Questions

ক) ১৯৯৭ সালে
খ) ১৯১৮ সালে
গ) ১৯১৯ সালে
ঘ) ১৯২০ সালে
ক) অছি পরিষদ
খ) সাধারণ পরিষদ
গ) নিরাপত্তা পরিষদ
ঘ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ক) ১৫ বছর
খ) ১৩ বছর
গ) ১০ বছর
ঘ) ১২ বছর
ক) ইউনাইটেড নেশনস
খ) লীগ অব নেশনস
গ) কম্যুনিটি অব নেশনস
ঘ) এসোসিয়েশনস অব নেশনস
ক) all his efforts ended in smoke
খ) all his efforts ended in the smoke
গ) all his efforts ended in a smoke
ঘ) all his efforts ended by the smoke
ক) the train is bound for Dhaka
খ) the train is bound to Dhaka
গ) the train is bound towards Dhaka
ঘ) the train is bound toward Dhaka

জব সলুশন

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর কারিগরি সহায়ক / অফিস সহায়ক (15-11-2024)

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর জুনিয়র হিসাব সহকারী (15-11-2024)

সাধারণ বীমা কর্পোরেশন || সহকারী ব্যবস্থাপক (08-11-2024)

সাধারণ বীমা কর্পোরেশন জুনিয়র অফিসার (01-11-2024) 2024

NRBC Bank PLC Trainee Assistant Officer (TAO) (26-10-2024) 2024

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ (APSCL) সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স) (27-09-2024)

Job Solution Live Exam Recent Job Solution 2024

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore